ইউক্রেনকে লিওপার্ড ট্যাংক দেয়ায় রাশিয়ার ক্ষতি হবে না: শোলজের দাবি

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ বিল্ড দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্ল্যাদিমির পুতিন তাকে বা জার্মানিকে কোনো হুমকি দেননি। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন যেমন বলেছেন, রুশ প্রেসিডেন্ট তাকে ক্ষেপনাস্ত্রের হুমকি দিয়েছেন, তিনি সেভাবে বলার সুযোগ নেই।

তিনি দাবি করেছেন, তিনি ইউক্রেনকে লিওপার্ড-২ ট্যাংক দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে রাশিয়ার কোনো ক্ষতি হবে না। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা মিত্রের সঙ্গে মিলে জার্মানি ইউক্রেনকে এই যুদ্ধ ট্যাংক সরবরাহ করেছে যাতে দেশটি ‘আত্মরক্ষা’ করতে পারে।

শোলজ দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পাশ্চাত্যের একটি চুক্তি রয়েছে। ওই চুক্তিতে বলা হয়েছে, পশ্চিমাদের কাছ থেকে পাওয়া সমরাস্ত্র ইউক্রেন কখনও রাশিয়ার ভূমিতে হামলার কাজে ব্যবহার করবে না।

জার্মান পত্রিকা বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে চ্যান্সেলর আরো বলেন, ‘মিত্রদের সঙ্গে তাল মিলিয়ে আমরা ইউক্রেনকে আত্মরক্ষা করার জন্য যুদ্ধ ট্যাংক সরবরাহ করেছি। আমরা প্রতিটি সমরাস্ত্র কিয়েভের হাতে তুলে দেয়ার আগে সতর্ক থাকি যাতে এসব অস্ত্র রাশিয়ার ভূমিতে দেশটির বিরুদ্ধে ব্যবহৃত না হয়।’

জার্মান চ্যান্সেলর দেশটির বিল্ড পত্রিকাকে  দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রুশ নেতার সঙ্গে তার টেলিফোনালাপে পুতিন তাকে বা জার্মানিকে কোনো হুমকি দেননি।

গত সপ্তাহে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেন, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার কিছু আগে পুতিনের সঙ্গে তার দীর্ঘ ফোনালাপ হয়। সে সময় পুতিন তাকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেন। তবে রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিন জনসনের অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।

জনসনের ওই বক্তব্যের জের ধরে বিল্ডের পক্ষ থেকে জার্মান চ্যান্সেলরকে জিজ্ঞাসা করা হয় তিনিও পুতিনের সঙ্গে ফোনালাপে এমন হুমকি পেয়েছেন কিনা। জবাব শোলজ বলেন, ‘না’।

এনবিএস/ওডে/সি

news