যুক্তরাষ্ট্র কি সপ্তাহে চার কর্মদিবসের দিকে এগুচ্ছে!

সম্প্রতি বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠান ‘হার্লোটি’ এনসি বেশ কিছু কোম্পানির উপর একটি জরিপ চালান। জরিপের বিষয় ছিল সপ্তাহে কয়দিন কর্মদিবস হলে কাজের গতি বাড়বে নাকি কমে যাবে।  এর পাশাপাশি তা বাস্তবায়িত হলে মালিক পক্ষের কি আসলেই কোনো সুবিধা হবে নাকি তা কোম্পানির ক্ষেত্রে তৈরি করবে জটিলতা! এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জরিপ প্রতিষ্ঠানটি খুঁজে পায় বেশিরভাগ কর্মজীবি সপ্তাহে চার দিন ছুটির পক্ষে। কোভিড পরিস্থিতি কিছুটা সামাল দিলেও এখনও যোগ্য ব্যক্তিদেরকে চাকুরিতে ফেরাতে চালু করেছে নানা আকর্ষণীয় অফার। তাই এমন  জরিপ ঘিরে শুরু হয়েছে নতুন উত্তেজনা।

সি এক্স পাইলট নামক একটি বেসরকারি কনসাল্টেন্ট ফার্ম এরইমধ্যে পরীক্ষামূলকভাবে চারদিনের কর্মদিবস চালু করেছে। এই বিষয়ে এক কর্মকর্তা নেইট জেনস বলেন, ‘’ সপ্তাহে চার দিন করে প্রতিদিন  দশ কর্ম ঘন্টা হিসেবে কাজের গতি আরো বাড়ছে বলে আমি মনে করি। ‘’

আর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্টিভেন কেইথ তার প্রতিক্রিয়ায় জানান, ‘’ আমাকে ঘরের খাবার প্রস্তত করা থেকে কাপড় ধোয়া, বাচ্চাকে স্কুলে পৌছে দেওয়া সহ সব কাজ করতে হয়। তাই এই নতুন ছুটির পদ্ধতি আমার কাছে বেশ ভাল লেগেছে। এতে করে ব্যবসার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়েনি। ‘’  

রবার্ট হাফ নামক আরেকটি একটি জব এজেন্সি  জানিয়েছে, দেশটির ৯৩ শতাংশ ম্যানেজার সপ্তাহে চার দিন ছুটির পক্ষে। আর ৬৪ শতাংশ চায় আগামী পাচ বছর পর্যন্ত ছুটি একদিন রাখাই ভাল।

প্রতিষ্ঠানটির প্রধান ব্রেট গুড জানান, ‘’এই নতুন পদ্ধতি শুরু হলে তা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে যারা কিনা সোমবার থেকে বৃহষ্পতিবার কাজ করেন তাদের সাথে মঙ্গলবার থেকে শুক্রবার যাদের কর্মদিবস থাকে তাদের সাথে কিছুটা সমন্বয় করতে হবে। ‘’ আর বিশেষজ্ঞরা বলছেন, এটি কার্যত কেমন কতটা কার্যকরী হতে পারে সেই বিষয়ে একটু ভাবা দরকার।

এনবিএস/ওডে/সি

news