সম্পর্ক উন্নয়নে কাতার দূতের কাবুল সফর
কাতারের পররাষ্ট্র বিষয়ক মণÍ্রÍ্রণালয়ের একজন দূত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করেন। এ সফরকালে তিনি তালিবান প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আফগান পররাষ্ট্র মন্ত্রালয়ের এক বিবৃতি থেকে একথা জানা গেছে।
তালিবান প্রশাসন নারী শিক্ষা ও এনজিও’র ওপর বিধিনিষেধ আরোপ করার পর কাতারের দূত কাবুল সফর করলেন। আন্তর্জাতিক মহলে তালিবানের এ সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করা হয়েছে। কাতার একে “গভীর উদ্বেগজনক” বলে অভিহিত করেছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেন, কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত মুতলাক বিন মাজেদ আল-কাহতানি কাবুলে ভারপ্রাপ্ত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমীর খান মুতলাকের সাথে বৈঠক করেন।
তিনি বলেন, দূত মন্ত্রীর সাথে রাজনৈতিক সমন্বয় এবং সম্পর্ক উন্নয়ন মানবিক সহায়তা প্রদানের বিষয় নিয়ে আলোচনা করেছেন।
কোন দেশ তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে চীন ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীরা গত বছর আফগানিস্তান সফর করেন। এ ছাড়া জাতিসংঘের উপবিশেষ প্রতিনিধি সম্প্রতি কাবুল সফর করেন। এ প্রতিনিধি তালিবানের সাথে নারী অধিকার ও সাহায্য দান নিয়ে আলোচনা করেন।
এনবিএস/ওডে/সি


