ভূমিকম্পে রানওয়েতে ফাটল, বাতিল ফ্লাইট
একদিকে বরফপাত, আরেকদিকে ভয়াবহ ভূমিকম্প - এই দুটি প্রাকৃতিক দুর্যোগে তুরস্কের বিমান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। দৈনিক সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, বরফপাতের আশঙ্কায় ইস্তান্বুল বিমানবন্দরের ২০০ ফ্লাইট বাতিল হয়েছে দুইদিন আগে। তার আশঙ্কা এখনো কাটেনি। তার মধ্যেই এলো ভূমিকম্প।
দক্ষিণাঞ্চলীয় তুরস্কের হাতয় বিমানবন্দরের রানওয়ে ভেঙ্গে দুই ভাগ হয়ে গেছে। ভূমিকম্পে বিমানবন্দর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সব ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। ভূমিকম্প হয়েছে কাহরামানমারাসের পাজারচিক জেলায়, যা বিমানবন্দর থেকে সাত কিলোমিটার দূরে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রেসিডেন্সি আর্থকোয়াক ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের পরপরই কাহরামানমারাস এবং গাজিয়ান্তেপ বিমানবন্দরের সকল বেসামরিক বিমান চলাচল বাতিল করে দেওয়া হয়। বিমানবন্দর এখন ব্যবহার হচ্ছে উদ্ধার ও খাদ্যপণ্য সহায়তার কাজে। দুটি বিমানবন্দরই সাহায্য, অনুসন্ধান ও উদ্ধার কাজে নিয়োজিতদের বহনের জন্য ব্যবহৃত হচ্ছে। কিন্তু হাতয় বিমানবন্দরের সব ধরনের কার্যক্রমই বন্ধ করে দেওয়া হয়েছে।
হাতয় অঞ্চলে উদ্ধার কাজ অব্যাহত আছে। এই ভূমিকম্পে ১০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতয়ের অনেক ভবনই ধসে গেছে। এএফএডি, ইউএমকেই, ১১২ ইমার্জেন্সি, পুলিশ, জেন্ডারমেরি এং অগ্নি নির্বাপন ইউনিট শহরে এবং শহরের বাইরে কাজ করে চলেছে। এছাড়া ভূমিকম্পের কারণে রাস্তায় ফাটল ধরায় যান চলাচলও বন্ধ রয়েছে।
এনবিএস/ওডে/সি