লাতিন আমেরিকার আকাশে চীনের বেলুন, বেইজিংয়ের প্রতিক্রিয়া

চীনা বেলুন রহস্য যেন পিছু ছাড়ছেনা। এবারল্যাতিন আমেরিকার আকাশেও দেখ মিলল চীনা বেলুনের। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মূখপাত্র এই বিষয়ে জানান ল্যাতিনের আকাশের এই বেলুনটি ছিল একটি পরীক্ষামূলক উড্ডয়ন।

আনুষ্ঠানিকভাবে এবার প্রথম চীনের পক্ষ থেকে বেলুন উড্ডয়নের বিষয়ে স্বীকারোক্তি মিলল যে এটির মালিকানা তাদের দেশেরই। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের  কমকর্তা মাও নিং এক বিবৃতে বলেন, ‘ বেলুনটির উপর স্বল্প নিয়ন্ত্রণ থাকার পাশাপাশি আবহাওয়া পরিস্থিতির কারণে এটি বিচ্যুত হয়ে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান  আকাশে পৌঁছেছে।’

এর আগে মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশ সীমা হতে শনিবার এধরনের সন্দেহজনক বেলুনটিকে ভূপাতিত করার পর এটিকে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য উড্ডয়ন করা হয়েছে বলে দাবি করে চীন কর্তৃপক্ষ। আর লাতিনের আকাশে দেখা পাওয়া এটি দ্বিতীয় চীনা বেলুন। তবে মাও নুং জানিয়েছেন, ‘চীন দায়িত্বশীল একটি রাষ্ট্র। আমরা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল।এরই মধ্যে সবাইকে জানিয়েছি এই বিষয়ে উদ্বেগ না হতে । আমরা কখনও এমন কিছু করবনা যা  অন্য দেশের জন্য হুমকিস্বরূপ।

কলোম্বিয়া বিমান বাহিনী ও কোষ্টা রিকা বেসামরিক বিমান চলাচল জানিয়েছে, এখানে  যে বেলুনটি দেখা গেছে তা যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাওয়া বেলুনটির সাথে সাদৃশ্যপূর্ণ। তবে এটি চীনের জাহাজ থেকে আসেনি।  

গত সপ্তাহে জানুয়ারির ২৮ তারিখে আলস্কার পুর্বাঞ্চলে মার্কিন আকাশে রহস্যময় বেলুনের উপস্থিতি মিলে। যা প্রথম নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড আবিষ্কার করে। সেসময় বেলুনটি কানাডা হয়ে মন্টানার  আকাশে আসে। পরে বেলুনটিকে গুলি করে ভূপাতিত  করে মার্কিন সেনারা।

এনবিএস/ওডে/সি

news