নরেন্দ্র মোদিকে সামনে রেখে ত্রিপুরা সফরে নরেন্দ্র মোদি

ত্রিপুরায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। তার আগেই আজ ১১ ফেব্রুয়ারি ত্রিপুরায় দুইটি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী ও বিজেপির প্রধান নরেন্দ্র মোদি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার রাজধানী আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছনোর পর তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপির রাজ্য নির্বাচনী ইনচার্জ মহেশ শর্মা ও দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। নরেন্দ্র মোদি দুপুর ১২ টায় প্রথম জনসভা করেছেন ধলাই জেলার আমবাসায় এবং ৩ টার সময় দ্বিতীয় জনসভা করবেন গোমতিতে। প্রধানমন্ত্রীর সফরের আগে জনসভার স্থানগুলোর প্রস্তুতি খতিয়ে দেখেন সম্বিত পাত্রসহ কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতারা।

প্রশাসনের তরফেও চারিদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে এটি মোদির শেষ সফর নয়। আগামী ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও ত্রিপুরায় দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী জনসভা করতে আসতে পারেন বলে জানিয়েছেন সুনীত সরকার।

নাম প্রকাশ না করার শর্তে বিজেপির এক ক্ষুব্ধ নেতা বলেন, এবারে মানুষ একেবারে চুপচাপ আছেন, যা থেকে ধরে নেওয়া যেতে পারে, তারা ক্ষমতাসীন বিজেপিকে ভোট দেবেন না। রাজ্যে ধারাবাহিকভাবে বিজেপির শীর্ষ নেতারা আসছেন, কিন্তু জনসভায় ভিড় হচ্ছে না। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছিলেন দুই দিন আগে। জনসভায় খুব কম ভিড় দেখে মাত্র আট মিনিটের মধ্যে সভা শেষ করে তিনি চলে যান

এনবিএস/ওডে/সি

news