মিশরে সিলিন্ডার  বিস্ফোরণে ভবন ধসে নহত ৬,আহত ২৭

নিম্নমানের ভবন নির্মাণ ও ঘনবসতির কারণে দেশটিতে ভবন ধসের ঘটনা নতুন কিছু নয়। আর এর বেশিরভাগ হয়ে থাকে বস্তি এলাকাগুলোয়।

শুক্রবার রাজধানী কায়রোর ১৫০ কিলোমিটার উত্তরে নীল নদের তীরে অবস্থিত দামানহোর শহরে একটি চার তলা ভবনে রাখা সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে। ৬ জন নিহত ও ২৬ জন আহত  হওয়ার খবর জানিয়েছে দেশটির সরকারি কৌসুলি। নিহতদের মধ্যে ৩ বছরের এক শিশুসহ ৩ শিশু রয়েছে। পরে আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ স্থানীয় মুদ্রায় ৫০ হাজার পাউন্ড (১৬৩৮ ডলার) ও ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দাদেরকে ২০ হাজার পাউন্ড (৬৫৫ ডলার) দেওয়া হবে।

এনবিএস/ওডে/সি

news