এবার পাপুয়া নিউগিনিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প

এবার পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি। উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের গভীরতা ছিল ৩৮ কিলোমিটার।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের কিম্বে শহরও এ কম্পন অনুভূত হয়। এ শহরের কাছে ওয়ালিন্দি প্ল্যান্টেশন রিসোর্টের কর্মী ভেনেসা হিউজ জানান, তিনি কম্পন টের পেয়েছেন। ভেনেসা বলেন, ভূমিকম্পে সবকিছু কেঁপে উঠেছে। তবে কেউ সে রকম প্রতিক্রিয়া জানায়নি। কোনো ক্ষতিও হয়নি।

এর আগে গতকাল শনিবার রাতে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি; কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি।

গত বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তাজিকিস্তানের পূর্বাঞ্চলে একই দিনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তাজিকিস্তানের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ২০ দশমিক ৫ কিলোমিটার।

এর আগে ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

এনবিএস/ওডে/সি

news