আপনি কি কখনও দেখেছেন এমন এক অরণ্য, যা বছরের অর্ধেক সময় পানির নিচে ডুবে থাকে, তবু মরে যায় না? কিংবা এমন এক নদী, যার বুকে পাথরগুলো হীরের মতো চকচক করে?

প্রকৃতি সব সময় তার সব রহস্য মানুষের সামনে তুলে ধরে না। কিন্তু বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তে, মেঘালয়ের কোল ঘেঁষে এমন দুটি জায়গা আছে—যেখানে পানি, জঙ্গল আর পাথর মিলে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করেছে।

আজ আমরা হারিয়ে যাবো সিলেটের সেই জাদুকরী রাজ্যে—রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং ভোলাগঞ্জের সাদা পাথরে।

news