মহান মে দিবসে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানিয়েছেন। গতকাল নয়াপল্টনের এফপিএবি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, "দেশের উন্নয়নের চাকা ঘোরাচ্ছে শ্রমজীবী মানুষ। অথচ তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার-মালিকপক্ষ উদাসীন।"
মাওলানা আজাদ তার বক্তব্যে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো তুলে ধরে বলেন, "শ্রমিকদের চাকুরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, খেয়ালখুশিমতো ছাঁটাই বন্ধ করতে হবে। ইসলামী শ্রম আইন বাস্তবায়ন করে শ্রমিকদের শিল্প মালিকানায় অংশীদার করতে হবে।" তিনি সরকারকে শ্রমিক আন্দোলন নিষিদ্ধ করার চক্রান্তের বিরুদ্ধে সতর্ক করে বলেন, "শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াব।"
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এই আলোচনায় অংশ নেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা দেশের শ্রমিক-মজুরদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে ত্বরান্বিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাওলানা আব্দুল বাছিত আজাদ খেলাফত মজলিসের মে মাসব্যাপী দাওয়াত ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করেন। এই মাসজুড়ে দেশব্যাপী ইসলামী সমাজ বিনির্মাণের বার্তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
#খেলাফত_মজলিস #শ্রমিক_দিবস #ন্যূনতম_মজুরি #শ্রমিক_অধিকার #ইসলামী_শ্রম_আইন


