সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত 'জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)' গঠনে একমত প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন দলীয় নেতারা।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, "এনসিসি গঠনে আমরা সম্মতি দিয়েছি। তবে কাউন্সিলের ওপর সকলের আস্থা নিশ্চিত করতে হবে। আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে এই উদ্যোগকে সমর্থন করছি।" তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে তিন বাহিনী প্রধান ও প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া এনসিসির এখতিয়ারের বাইরে রাখার প্রস্তাব করেছে তার দল।
আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, "এনসিসি ছাড়া সংবিধান সংস্কার প্রক্রিয়া অসম্পূর্ণ থাকবে। বেশিরভাগ রাজনৈতিক দল ইতিমধ্যে এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। আমরা আশা করি বিএনপিসহ অন্যান্য দলও এই ঐকমত্যে যোগ দেবে।"
বৈঠকে অংশগ্রহণকারী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই আলোচনায় সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার, নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা আনয়নসহ বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই কাউন্সিল গঠন বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।


