বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “ভারতীয় নীতিনির্ধারকেরা পলাতক ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। তারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না।”

শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে অসুস্থ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এসব মন্তব্য করেন তিনি। তারেক রহমানের পক্ষ থেকে তাহের ঠাকুরের হাতে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা পৌঁছে দেন রিজভী।

রিজভী বলেন, “শেখ হাসিনা গত ১৬ বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করেছেন। হাজারো নেতাকর্মীকে গুম, খুন ও গ্রেপ্তার করা হয়েছে। আমরা নির্যাতিত হয়েছি, তবুও শেখ হাসিনার কাছে মাথা নত করিনি। আজ যারা গণতন্ত্রের কথা বলছে, তাদের বিরুদ্ধে পাশ্ববর্তী দেশে বসেই ষড়যন্ত্র চলছে। বিশেষ করে ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর এই ষড়যন্ত্র আরও স্পষ্ট।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ দেশকে লুটপাট করে বিদেশে সম্পদ পাচার করেছে। তাদের প্রভাবশালী নেতারা এখন কানাডা, মালয়েশিয়া, দুবাইয়ে বিলাসিতায় দিন কাটাচ্ছেন। দেশে গঠন করেছে মিথ্যা প্রচারযন্ত্র, আর গণমাধ্যমকে ব্যবহার করেছে মতপ্রকাশ দমন করতে।”

নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “আগামী নির্বাচন যৌক্তিক সময়েই হবে। এবার জনগণের দাবিই হবে নির্বাচনের প্রতিফলন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সব দল একক দাবিতে ঐক্যবদ্ধ।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, ছাত্রদল নেতা বরিউল করিম গোলাম, আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

news