আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে উদ্বেগজনক এক ঘটনা। ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এই হামলার শিকার হন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও চিকিৎসকদের তৎপরতা
ঘটনাটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, এখন চিকিৎসাধীন।’ ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘বিজয়নগর এলাকায় এই ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনা নিশ্চিত করতে আমরা টিম পাঠিয়েছি।’

কীভাবে ঘটনাটি ঘটল?
ওসমান হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা সরাসরি সাংবাদিকদের কাছে বর্ণনা দেন। তারা জানান, নির্বাচনী প্রচারণা চালানোর সময়ই হামলা চালানো হয়। দু’জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে চড়ে এসে ওসমান হাদির উপরে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। সহকর্মীদের দাবি, হাদি সরাসরি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তারা আরও জানান, তার জরুরি চিকিৎসার জন্য এখন ‘বি নেগেটিভ’ গ্রুপের রক্তের প্রয়োজন।

এর আগেও পেয়েছিলেন হত্যার হুমকি!
এই হামলার ঘটনাটি আরও ভয়াবহ কারণ, গত নভেম্বর মাসেই ওসমান হাদি বিভিন্ন হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছিলেন। গত ১৪ নভেম্বর তার ফেসবুক পেজে একটি পোস্টে তিনি বিস্তারিত লিখেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন, দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

নির্বাচনী পরিবেশে নতুন উদ্বেগ
একদম নির্বাচনের মুখে একজন প্রার্থীর উপর এ ধরনের সশস্ত্র হামলা রাজনৈতিক পরিবেশে গভীর উদ্বেগ তৈরি করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তার স্বাস্থ্য অবস্থা কেমন? পুলিশ এই হামলার পেছনে কাদের সন্ধান পায়? ঘটনাটি তদন্তে কী পদক্ষেপ নেওয়া হয়? সারা দেশের নজর এখন ঢাকা মেডিকেলের দিকে।

 

news