বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বগুড়ার বাগবাড়ী গ্রামের বাড়িতে কোরআন খতমের আয়োজন করা হয়েছে। তার প্রয়াণে স্তব্ধ হয়ে পড়েছে গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের মানুষ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শ্বশুরবাড়িতে শুরু হয়েছে দোয়া ও কোরআন তেলাওয়াত। গাবতলী উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন।

পাশাপাশি দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এলাকার প্রতিটি মসজিদে প্রতি ওয়াক্ত নামাজ শেষে বিশেষ দোয়া করা হচ্ছে।

স্থানীয় নেতারা যা বললেন
নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন বলেন, "বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর জানার পর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে সকাল থেকেই কোরআন খতম চলছে। জিয়াউর রহমানের গ্রাম ও বাগবাড়ী এসইউ ফাজিল মাদ্রাসায় আগামী সাতদিন সকাল ১০টা থেকে জোহরের নামাজ পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে।"

তিনি আরও বলেন, "আমাদের ইউনিয়নে যতগুলো মাদ্রাসা ও এতিমখানা সবগুলোতেই কোরআন তেলাওয়াত করা হচ্ছে। নশিপুর ইউনিয়নের যতগুলো মসজিদ রয়েছে প্রত্যেক ওয়াক্তের নামাজের পর বিশেষ দোয়া হবে।"

গর্বের শ্বশুরবাড়ি
নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমান গামা বলেন, "বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা বগুড়াবাসী সবসময় গর্ববোধ করতাম। বগুড়ায় তার শশুরবাড়ি এই পরিচয় আমাদের রাজনৈতিক অঙ্গনে আলাদা একটি মর্যাদা এনে দিয়েছিল। তার মৃত্যুতে সেই অধ্যায়ের যেন সমাপ্তি ঘটল।"

আমরা মাকে হারালাম
গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, "খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আমাদের মা। আজ আমরা আমাদের মাকে হারালাম। তার মৃত্যুতে শুধু গাবতলী নয়, পুরো বাংলাদেশে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।"

অভিভাবককে হারালাম
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, "আমরা আজকে গণতন্ত্রের মাকে হারালাম। আমাদের অভিভাবককে হারালাম। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ঐক্যের প্রতীককে হারালাম। কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচী ঘোষণা করা হয়েছে, সেটি আমরা পালন করব। ইতোমধ্যে বগুড়া জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম চলছে।"

খালেদা জিয়া ও বগুড়া-৭ আসন
বেগম খালেদা জিয়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতাকর্মীরা।

 

news