বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। মঙ্গলবার দুপুরে গুলশানে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কখন, কোথায় জানাজা?
মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বুধবার, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই জানাজা পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দুপুর সাড়ে ৩টায় দাফন করা হবে।
কী বললেন মির্জা ফখরুল?
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেগম খালেদা জিয়া সারা জীবন কাজ করেছেন। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়। এ শোক, বেদনা আমাদের পক্ষে ধারণ করা কঠিন।"
তিনি আরও বলেন, "আমরা শোককে শক্তিতে রূপান্তর করতে চাই।"
স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত
এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে। বৈঠক শেষে ব্রিফিংয়ে মির্জা ফখরুল এই ঘোষণা দেন।
কারা পরিচালনা করবেন?
বিএনপি মহাসচিব আরও জানান, জানাজার পুরো আয়োজন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হবে। তিনি এই শোকের দিনে দলের সব নেতাকর্মী ও সমর্থকদের শৃঙ্খলা বজায় রেখে এবং কোনো বিশৃঙ্খলা না করে অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
