কুকুরছানা কোলে নিয়ে হাঁটলেন মমতা, ভিডিও ভাইরাল
মমতা বন্দ্যোপাধ্যায় রোজ সকালে নিয়ম করে ট্রেডমিলে হাঁটেন, দলের নেতাদের ও মন্ত্রীদের পরামর্শ দিয়ে থাকেন তিনি।
কিন্তু রবিবার ট্রেডমিলে হাঁটার একটি ভিডিও পোস্ট করেছেন দিদি নিজেই। মুহূর্তে সেই ভাইরাল ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, দিদি হাঁটছেন আর তাঁর কোলে রয়েছে একটি বিদেশি কুকুরছানা ।
মমতা যে হাঁটেন, তা সকলেই জানেন। তাঁর সঙ্গে তালে তাল মিলিয়ে হাঁটতে গিয়ে অনেকেই হাঁপিয়ে ওঠেন। শরীরচর্চা নিয়ে বরাবরই সচেতন মমতা। ছুটির দিনে বাংলার মুখ্যমন্ত্রী ধরা দিলেন অন্য মেজাজে। ট্রেডমিলে হাঁটলেন, তবে আজ একা নন। সঙ্গে ছিল ব্রাউন রংয়ের একটা লোমশ সারমেয়।
এনবিএস/ওডে/সি

