‘মণিপুর জ্বলছে, মোদি রোড’শোতে ব্যস্ত’, মৃতের সংখ্যা বাড়ল ৫৫
রোববার ভারতের বেঙ্গালুরুতে দ্বিতীয় রোড শো করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেই কর্ণাটকের শিবমোগায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদি বলেন, ‘১৩ ই মে কংগ্রেসের রিপোর্ট কার্ড রাজ্যের মানুষ তৈরি করে রেখেছেন’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বেঙ্গালুরুতে ৪ ঘন্টারও বেশি সময় ধরে ২৬ কিলোমিটারের রোডশো করেছেন। রোড শো ঘিরে সাধারণ মানুষ ও বিজেপি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। আর মোদির এই রোড শোকে চূড়ান্ত কটাক্ষ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেন, একদিকে মণিপুরে আগুন জ্বলছে আর মোদি নিশ্চিন্তে ভোটপ্রচার করে চলেছেন।
এদিকে সিএনএন’র প্রতিবেদনে বলা হচ্ছে ভারতের মণিপুরে জাতিগত সহিংসতায় মৃদের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জন। আহত শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের অধিকাংশই বন্দুকের গুলিবিদ্ধ এবং ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বা নিরাপদ এলাকায় পালিয়ে গেছে। বাস্তুচ্যুত লোকদের রাজ্যের সামরিক ঘাঁটি এবং গ্যারিসনে রাখা হয়েছে। সেনাবাহিনী মোতায়োন করা হয়েছে রাস্তায় রাস্তায়। এই সপ্তাহের শুরুতে কুকি এবং মেইতি জাতিগোষ্ঠীর সদস্যদের মধ্যে সহিংসতা শুরু হওয়ার পর ২৬০ জন হাসপাতালে ভর্তির কথা রোববার ইম্ফল শহরের হাসপাতালের কর্মকর্তারা স্বীকার করেন।
ইম্ফল হাসপাতালের আঞ্চলিক ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এবং চুরাচাঁদপুর জেলা হাসপাতালের কর্মকর্তাদের মতে গুলির ক্ষত হল সবচেয়ে সাধারণ আঘাত। মণিপুরের চুরাচাঁদপুর জেলা হাসপাতালের ডাঃ ম্যাং হাটজো সিএনএনকে বলেন, ‘অধিকাংশ রোগী গুরুতর বুলেটের আঘাতে বা লাঠি দিয়ে মাথায় আঘাত পেয়ে আসছেন।’
রোববার সকালে নিউ তিপ্পেসান্দ্রা জাংশনের কেম্পেগৌড়া স্ট্যাচু থেকে বিজেপির রোড শো শুরু হয়। শেষ হয় এম জি রোডের ট্রিনিটি সার্কেলে। কর্নাটক নির্বাচনের মাত্র তিনদিন আগেই এই বর্ণাঢ্য শোভাযাত্রা করে কর্নাটকবাসীর মন জয় করতে মরিয়া বিজেপি। পুনরায় ক্ষমতায় ফিরতে এক চুলও জমি ছাড়ছে না শাসক দল। জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রোডশো এবং সমাবেশের জন্য একই দিন কর্ণাটক সফর করেছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে অংশ নেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিবাজি নগরে একটি যৌথ জনসভায় যোগ দেন।
গতকাল রোববার ছিল কর্নাটকে নির্বাচনী প্রচারের শেষ দিন। আগামী ১০ মে ভোটগ্রহণ কর্নাটকে। ১৩ মে ফলাফল প্রকাশ হবে।
এনবিএস/ওডে/সি

