সাফের আগে প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়ায় যাবে বাংলাদেশ দল
বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপের আগে সৌদি আরবে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প করার প্রাথমিক পরিকল্পনা ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। সৌদি আরবও রাজি ছিলো। কিন্তু শেষ পর্যন্ত সেটি হচ্ছে না। এর বদলে কম্বোডিয়ার মাটিতে তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। আগামী ১৫ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২১ জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হবে সাফ ফুটবল।
সাফের প্রস্তুতি হিসেবে কোচ হাভিয়ের কাবরেরা সাফের আগে একটা ম্যাচই চেয়েছিলেন। ১৬ তারিখ কম্বোডিয়া থেকে বেঙ্গালুরু চলে যাওয়া তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তাই একটির বেশি অনুশীলন না খেলার সিদ্ধান্ত।
জাতীয় দলের ক্যাম্প এখন ঢাকাতেই হবে এবং সেটি বসুন্ধরা কিংস অ্যারেনায়। ফুটবলারদের থাকার জন্য কিংস অ্যারেনায় কাছাকাছি একটি হোটেল দেখা হচ্ছে। ৩ জুন প্রিমিয়ার লিগ শেষে ৪ জুন থেকেই শুরু হবে ক্যাম্প। ক্যাম্পে ডাকা হবে আনুমানিক ৩৫ জন ফুটবলারকে।
জাতীয় দল কমিটির সভা শেষে এসব তথ্য জানিয়েছেন জাতীয় দল কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, দলের কোচিং স্টাফ কেমন হবে, সেটিও ঠিক করা হচ্ছে। এ ছাড়া সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। ৪-১২ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভায় এশিয়ান গেমস ফুটবলে পুরুষ দল না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তবে পাঠানো হবে নারী ফুটবল দল। সভায় উপস্থিত ছিলেন বাফুফের দুই সহ–সভাপতি কাজী নাবিল ও মহিউদ্দিন আহমেদ। সভা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে এশিয়ান গেমসে ইতিহাস গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল দ্বিতীয় রাউন্ডে উঠলেও এবার পুরুষ দলকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সময় বিওএর সভায় নীরব ছিলেন বাফুফের প্রতিনিধিরা।
কাজী নাবিল রোববার জাতীয় দল কমিটির সভা শেষে বলেছেন, এশিয়ান গেমস যেটা আছে হাংজুতে, সেটারও প্রস্তুতি রেখে আমরা এগিয়ে যাচ্ছি। যাতে করে আমাদের টিম গেলে আমাদের প্রস্তুতি থাকে। এ বিষয়ে আমরা বিওএর সঙ্গে আলাপ করব, যাতে আমাদের পুরুষ টিম অংশ নিতে পারে।
নাবিল আরো বলেন, গতকাল সন্ধ্যায় বিওএ থেকে যে প্রেস রিলিজ দেওয়া আছে, যেখানে যে ১৭টি ডিসিপ্লিনের নাম লেখা, তাতে ফুটবল আছে। ফুটবল লেখা আছে বলে আমরা আশা করছি পুরুষ ফুটবল থাকবে। আমি কাল বিওএর সভাপতির সঙ্গে আলাপ করেছি। তাঁকে বলেছি পুরুষ দলকে পাঠানোর প্রয়োজন আছে।
এনবিএস/ওডে/সি

