এশিয়া কাপ নিয়ে বিপাকে পড়লো ভারতীয় দল

ভারতীয় ক্রিকেট দল আসন্ন এশিয়া কাপে খেলা নিয়ে বিপাকে পড়েছে। এই টুর্নামেন্ট আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাইব্রিড মডেলে সম্মতি জানিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ফলে তাতে সহমত জানাতে বাধ্য হতে পারে ভারত। কারণ, এখন তাদের কাছে খুব কম বিকল্প রয়েছে।

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করছে পাকিস্তান। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দেশে সফর করতে রাজি নয় ভারত। নেপথ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করেছে তারা।

পাকিস্তান ও ভারতের তিক্ত সম্পর্কের কারণে গত এক দশক ধরে দুই দলের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। এখন কেবল আইসিসি আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে দেখা যায়  তাদের।

ফলে ভারতের উদ্বেগের কথা মাথায় রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য হাইব্রিড মডেল প্রস্তাব করেছে পিসিবি। সে অনুযায়ী, এ টুর্নামেন্টে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলতে পারবে টিম ইন্ডিয়া। বাকি দেশগুলো পাকিস্তানে খেলবে।

তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখনও এ প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পিসিবি কর্তৃপক্ষ মনে করে, পুরো টুর্নামেন্টটি পাকিস্তানের বাইরে সরিয়ে নিতে চায় ভারত।

এনবিএস/ওডে/সি

news