কঠিন লড়াইয়ের পর কলম্বিয়াকে হারালো ব্রাজিল

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। আগের ম্যাচে উরুগুয়েকেও একই ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভেনেজুয়েলায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের জয়সূচক একমাত্র গোলটি করেন ইয়াগো তেওদোরো দা সিলভা নগুয়েইরা।** ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই কর্নার থেকে উড়ে আসা বল বক্সে বাড়ান পেদ্রো, সেখান থেকে লাফিয়ে নিঁখুত হেডে বল জালে জড়িয়ে দেন ইয়াগো সিলভা।  

ব্রাজিল ম্যাচে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। ৮৭তম মিনিটেপ্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় লাল কার্ড দেখেন ব্রাজিলের ইগোর সেলোতে। তবে এক খেলোয়াড় কম নিয়েও ম্যাচের বাকি সময়টা ভালোভাবেই সামলেছে সেলেসাওরা এবং জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।  

গ্রুপ পর্ব শেষে ফাইনাল রাউন্ডে শিরোপার জন্য লড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, কলম্বিয়া ও প্যারাগুয়ে।** শক্তিশালী প্রতিপক্ষদের মাঝে নিজেদের সেরা অবস্থান ধরে রাখতে মরিয়া সেলেসাওরা।

news