ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আবারও ফিরছেন ক্রিকেট প্রশাসনে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ২০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

ইডেন গার্ডেনস থেকে বের হওয়ার সময় সৌরভ গাঙ্গুলী জানান, তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও নির্বাচন হবে কিনা, নাকি সরাসরি মনোনয়ন হবে—তা এখনো নিশ্চিত নয়। তবে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল।

সৌরভ এর আগেও সিএবির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে বিসিসিআই-এর সভাপতির দায়িত্ব নেন। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিভিন্ন কমিটিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন।

বোর্ড সভাপতির দায়িত্ব ছাড়ার পর সৌরভ আইপিএল-এর দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। কিছুদিন আগে ভারতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও, আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন।

বর্তমানে সিএবির অভ্যন্তরে নানা অস্থিরতা চলছে। দুর্নীতির অভিযোগ উঠেছে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সৌরভের ফেরা প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সিএবির যুগ্মসচিব দেবব্রত দাসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অ্যাপেক্স কাউন্সিল তাঁকে শোকজ করেছে এবং ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক উত্তর না পেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

অন্যদিকে কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। পাশাপাশি উয়াড়ি ক্লাবের শীর্ষকর্তার বিরুদ্ধে অর্থ তছরুপ ও হিসাবের গরমিলের অভিযোগও উঠেছে।

এদিকে ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। আমন্ত্রণ জানানো হয়েছে যুবরাজ সিং, জাহির খান ও হরভজন সিংকে।

বর্ষসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কার পাচ্ছেন সুদীপ ঘরামী। শাহবাজ আহমেদ পাচ্ছেন ‘জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার’। সায়ন ঘোষ হচ্ছেন বর্ষসেরা ফাস্ট বোলার।

রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক সুদীপ চ্যাটার্জি ও সর্বোচ্চ উইকেট শিকারি সুরজ সিন্ধু জয়েসওয়াল পাচ্ছেন বিশেষ পুরস্কার। মেয়েদের বিভাগে বর্ষসেরা ক্রিকেটার হচ্ছেন তনুশ্রী সরকার।

মেয়েদের একদিনের ও টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান ও উইকেটের জন্য পুরস্কার পাচ্ছেন যথাক্রমে ধারা গুজ্জার ও সাইকা ইশাক। এই আয়োজনের মাধ্যমে উদ্‌যাপন হবে রাজ্য ক্রিকেটের অর্জন ও প্রতিভা।

 

news