এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তান দ্বৈরথ, আর সেটাই ক্রিকেট ভক্তদের উত্তেজনার চূড়ান্ত রূপ।
গ্রুপ পর্বে পাকিস্তানকে সহজে হারানোর পর আজ আবারও সুপার ফোরে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রবিবার রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই মহারণ।

আগের লড়াইয়ে এগিয়ে ভারত

গ্রুপ পর্বে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছিল ভারতীয় বোলাররা। মাত্র ১২৭ রানে থেমেছিল বাবর আজমবিহীন পাকিস্তান।
জবাবে অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে জয় পায় রোহিত শর্মাহীন ভারত। সেই ম্যাচে কুলদীপ যাদব নিয়েছিলেন ৩ উইকেট, যা পাকিস্তানি ব্যাটারদের বেকায়দায় ফেলে দেয়।

প্রতিশোধের মিশনে পাকিস্তান

সুপার ফোরে টিকে থাকতে পাকিস্তানের সামনে বড় পরীক্ষা আজকের ম্যাচ।
ফখর জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ভারতের কাছে হারের প্রতিশোধ নিতেই নামবে তারা। এখন পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেছেন তিনিই (৩ ইনিংসে)।
তার পাশে আছেন মোহাম্মদ হারিস (৮৭ রান)।
বোলিংয়ে সাইম আয়ুব সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন। তবে তার ব্যাটে এখনো রান না আসাটা পাকিস্তানের দুশ্চিন্তার বড় কারণ।

ধারাবাহিকতায় ভর করে ভারত

অন্যদিকে ভারত গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে দুর্দান্ত ছন্দে।
ব্যাট হাতে অভিষেক শর্মা করেছেন সর্বোচ্চ ৯৯ রান, তিলক ভার্মা করেছেন ৬০ রান।
উইকেট শিকারীর তালিকায় সবার ওপরে আছেন কুলদীপ যাদব (৮ উইকেট)।
উইকেটরক্ষক সঞ্জু স্যামসন জানালেন, সুপার ফোরেও দল গ্রুপ পর্বের পারফরম্যান্স ধরে রাখতে চায়।

মুখোমুখি পরিসংখ্যান

এশিয়া কাপে এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার।
ভারত জিতেছে ১১টি, পাকিস্তান ৬টি, আর ৩টি ম্যাচ ছিল পরিত্যক্ত।
টি-টোয়েন্টি ইতিহাসে ১৪ লড়াইয়ে ভারত জয়ী ১০ বার, পাকিস্তান ৩ বার, আরেকটি টাই।
সংখ্যার হিসাব ভারতকে এগিয়ে রাখলেও, ভারত-পাক ম্যাচে সবসময়ই থাকে অজানা উত্তেজনা।

সব চোখ দুবাইয়ে

ভারত চাইবে জয় ধরে রাখতে, পাকিস্তান চাইবে প্রতিশোধ নিতে।
পরিসংখ্যান ভারতের পক্ষে হলেও মাঠে যেকোনো কিছু ঘটতে পারে। আর এই অনিশ্চয়তার জন্যই ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণ।

ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ফখর জামান, সলমন আলী আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

 

news