বৃষ্টির বাধায় স্থগিত হয়ে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আবার মাঠে ফিরছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন সূচি, আর সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। টুর্নামেন্টের ফাইনাল নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর।
প্রথমে রাজশাহী ও বগুড়ায় আয়োজন করা হলেও, সেখানে চার ম্যাচের মধ্যে তিনটিই বৃষ্টিতে ভেসে যায়। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থায় সমস্যা থাকায় অবশেষে আয়োজকরা পুরো টুর্নামেন্ট সিলেটে সরিয়ে নেন। স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো আর হবে না, সেসব ম্যাচের পয়েন্ট দুই দলের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে।
ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আউটার গ্রাউন্ডে। এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনাল শুধুমাত্র মূল স্টেডিয়ামে আয়োজন করা হবে।
লিগ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে। মূল স্টেডিয়ামে সকালের ম্যাচ শুরু হবে সকাল ১০টায়, আর দুপুরের ম্যাচ দুপুর ২টায়। আউটার গ্রাউন্ডে ম্যাচগুলো শুরু হবে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে।
ক্রিকেটপ্রেমীদের জন্য বলা যায়—এবার এনসিএল টি-টোয়েন্টির জমজমাট আসর হবে শুধু সিলেটেই।


