এশিয়া কাপের সুপার ফোরে আরও একটি একপেশে ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। এক সপ্তাহের ব্যবধানে গ্রুপ পর্বের পর সুপার ফোরেও পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। প্রথম ম্যাচে হারের পর পাকিস্তানি দলকে এখন আরও দুটি ম্যাচ খেলতে হবে, যার একটি হবে বাংলাদেশের বিপক্ষে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের কাছে পাকিস্তান হেরে যায় ৬ উইকেটে। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ওপেনার অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস ভর করে ভারত সহজ জয় তুলে নেয়, ৭ বল হাতে রেখেই।
এই জয়ের ফলে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান হলেও নেট রানরেটের দিক থেকে এগিয়ে রয়েছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জয় পেলেও বাংলাদেশ নেট রানরেটে বেশি এগোতে পারেনি। ১ বল হাতে রেখে ম্যাচ জেতার পর টাইগারদের নেট রানরেট +০.১২১। পাকিস্তানকে হারানো ভারত +০.৬৮৯ নেট রানরেটে শীর্ষে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে সুপার ফোরের পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরদিন একই ভেন্যুতে শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। এই দুই ম্যাচ জিতলে বাংলাদেশ সরাসরি ফাইনালে যাবে।
তবে বাকি দুটির মধ্যে একটি জিতলেও বা দুই ম্যাচ হারে ফাইনালের সম্ভাবনা আছে। বাংলাদেশ যদি ভারত বা পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ জেতে, তাহলে নেট রানরেটের হিসাব সিদ্ধান্ত নেবে। সেখানে সমীকরণ মেলালে লিটন দাসের দল ফাইনালের টিকিট পাবে।
শেষ দুই ম্যাচ হেরে গেলেও ফাইনালের সম্ভাবনা থাকতে পারে, যদি ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয় কম ব্যবধানে এবং শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ব্যবধানে হয়। একইভাবে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারে কম ব্যবধানে থাকতে হবে এবং বাংলাদেশের বিপক্ষে জিততে হবে অল্প ব্যবধানে, যেমন শেষ বলে বা ১ রানের ব্যবধানে।
এই পরিস্থিতিতে ভারতের থাকবে ৬ পয়েন্ট, বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। নেট রানরেটের ভিত্তিতে ফাইনালে যাওয়া নির্ধারিত হবে। ফলে বাংলাদেশেরও ফাইনালে যাওয়ার সুযোগ আছে। আপাতত নজর সুপার ফোরের বাকি দুই ম্যাচে।


