ডাবলিনের মালাহাইড ভিলেজে রবিবার (২১ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জর্ডান কক্স, আর বল হাতে দাপট দেখান লিয়াম ডসন, জেমি ওভারটন ও আদিল রশিদ।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ইনিংসের মূল ভরসা ছিলেন গ্যারেথ ডেলানি। শেষদিকে তিনি খেলেন ২৯ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস, যাতে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। ওপেনার রস অ্যাডায়ার করেন ২৩ বলে ৩৩, আর হ্যারি টেক্টর যোগ করেন ২৭ বলে ২৮ রান। তবে অধিনায়ক পল স্টার্লিংকে দ্রুত ফেরান লিয়াম ডসন। তিনিই পরে টেক্টরকেও আউট করেন এবং শেষ পর্যন্ত মাত্র ৯ রান খরচায় নেন ২ উইকেট।
জেমি ওভারটন তার চার ওভারের স্পেলে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারকে ফিরিয়ে দেন। তবে সবচেয়ে কার্যকরী ছিলেন লেগস্পিনার আদিল রশিদ। শেষভাগে তিনি তুলে নেন ৩টি উইকেট এবং শেষ করেন ২৯ রানে ৩ উইকেট নিয়ে।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই জস বাটলারকে শূন্য রানে ফিরিয়ে দেন ব্যারি ম্যাককার্থি। অধিনায়ক জেকব বেথেলও বেশিক্ষণ টিকতে পারেননি, করেন মাত্র ১৫ রান।
তবে ফিল সল্ট একপ্রান্ত ধরে রেখে ব্যাট চালান। তিনি ২৩ বলে ২৯ রান করেন এবং জর্ডান কক্সের সঙ্গে গড়েন ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। কক্স খেলেন ৩৭ বলে ৫৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস, যেখানে নিয়ন্ত্রিত শটের ঝলক ছিল চোখে পড়ার মতো। যদিও বেন হোয়াইট পরে তাকে বোল্ড করেন, তখন জয় অনেকটাই নিশ্চিত।
শেষ দিকে দায়িত্ব নেন টম ব্যান্টন ও রেহান আহমেদ। ব্যান্টনের ২৬ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংসে ভর করে ১৭.১ ওভারেই ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
এই জয়ের ফলে ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয়।


