আইসিসি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো অংশ নিতে আগামী মঙ্গলবার ঢাকা ছাড়ছে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। লাল-সবুজের মেয়েদের মূল মিশন শুরু হবে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।
বাংলাদেশ দল ভরসা রাখছে নিজেদের দীর্ঘ ক্যাম্পে। তবে সত্যি বলতে কী— প্রস্তুতির ঘাটতি নিয়েই মাঠে নামতে হচ্ছে জ্যোতিদের। কারণ, টানা পাঁচ মাস বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তাই প্রশ্ন উঠছে, শুধুই নিজেদের মধ্যে প্রস্তুতি নিয়ে বিশ্বকাপের মতো আসরে ভালো করা সম্ভব কি না।
বিসিবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কোচ সরোয়ার ইমরান ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সাংবাদিকদের মুখোমুখি হন।
কোচ ইমরান বলেন,
“আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ ধরে খেলা এবং জেতার চেষ্টা করা। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ভালো সুযোগ আছে। তবে আমরা কাউকেই হালকাভাবে নিচ্ছি না। শতভাগ দিয়েই লড়াই করব।”
অধিনায়ক জ্যোতিও একই সুরে কথা বলেন,
“হ্যাঁ, বড় দলের সঙ্গে খেলতে পারলে আদর্শ প্রস্তুতি হতো। তবে দেশে যেসব সুবিধা আছে, আমরা সবই পেয়েছি। চেষ্টা করা হয়েছে সেরাটা দেওয়ার। এখন সুযোগটা মাঠে কাজে লাগাতে হবে।”
মূল আসরের আগে বাংলাদেশ শ্রীলঙ্কায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আর ২৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিগাররা।
এরপর শুরু হবে বিশ্বকাপের আসল লড়াই।
২ অক্টোবর – পাকিস্তানের বিপক্ষে (প্রথম ম্যাচ)
৭ অক্টোবর – ইংল্যান্ডের বিপক্ষে (গৌহাটি)
১০ অক্টোবর – নিউ জিল্যান্ডের বিপক্ষে (গৌহাটি)
১৩ অক্টোবর – দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (বিশাখাপত্তনম)
১৬ অক্টোবর – অস্ট্রেলিয়ার বিপক্ষে (বিশাখাপত্তনম)
২০ অক্টোবর – শ্রীলঙ্কার বিপক্ষে (মুম্বাই)
২৬ অক্টোবর – ভারতের বিপক্ষে (মুম্বাই)
কোচ ইমরান মনে করছেন, প্রতিটি ম্যাচেই লড়াই করার মতো মানসিকতা নিয়ে খেলতে পারলে সাফল্য আসবে। তার ভাষায়,
“অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে আমরা নিজেদের চেয়ে অনেক ওপরে ভাবব না। জেতার জন্যই নামব প্রতিটি ম্যাচে।”
বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রায়েয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।


