এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বড় হারে চাপের মুখে পড়েছে বাবর-শাহিনরা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য হয়ে উঠেছে একেবারে ‘অবশ্য জিততেই হবে’ লড়াই।
তবে হেরে গেলেও পাকিস্তানের ফাইনাল খেলার আশা একেবারে শেষ হয়ে যাবে না। নানা সমীকরণের খেলায় এখনও সুযোগ বাকি আছে।
✅ পাকিস্তান জিতলে সমীকরণ
প্রথমেই শ্রীলঙ্কাকে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলতে হবে। এরপর শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও জিততে হবে পাকিস্তানকে। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে—বাংলাদেশ যেন ভারতের বিপক্ষে হেরে যায়। এই তিন শর্ত পূরণ হলেই ফাইনালে দেখা যাবে পাকিস্তানকে।
❌ পাকিস্তান হারলে সমীকরণ
আজ শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও বিদায় নিশ্চিত নয়। তখন পাকিস্তানের ভাগ্য নির্ভর করবে অন্য ফলাফলের ওপর।
ভারতকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ—দুটোকেই হারাতে হবে।
নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে, যাতে নেট রান রেটে এগিয়ে যেতে পারে।
🔎 শ্রীলঙ্কা ও বাংলাদেশের সমীকরণ
শ্রীলঙ্কা আজ জিতলে ফাইনালের রাস্তা অনেকটাই সহজ হবে, তবে ভারত ও বাংলাদেশের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
অন্যদিকে, বাংলাদেশও এখনো ফাইনালের সমীকরণে আছে, বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর।
সব মিলিয়ে বলা যায়, আজকের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটা এখন কার্যত এক ভার্চুয়াল সেমিফাইনাল। জয় মানে ফাইনালের দরজা খুলে যাওয়া, আর হার মানেই বিদায়ের সিগন্যাল।


