ফরাসি তারকা ওসমান দেম্বেলে জীবনের সবচেয়ে বড় অর্জন ছুঁলেন। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর জিতলেন নিজের ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর। এক মৌসুমে পাঁচটি শিরোপা, ৩৫ গোল আর ১৬ অ্যাসিস্ট—সব মিলিয়ে ক্যারিয়ারের সেরা সময়েই হাতে উঠলো এই স্বপ্নের ট্রফি।
দেম্বেলের সাফল্যে খুশি হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি। মায়ামি থেকে বার্তায় তিনি লিখেছেন—
“গ্রেট ওস!!! অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। এই সম্মান তুমি প্রাপ্য।”
বার্সেলোনায় চার বছর সতীর্থ ছিলেন মেসি আর দেম্বেলে। সেই সময়ে মেসির লকারের পাশেই বসতেন ফরাসি ফরোয়ার্ড। ইনজুরি আর কঠিন সময় পাড়ি দিতে গিয়ে মেসির কাছ থেকেই পেয়েছিলেন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা।
স্মৃতিচারণ করে দেম্বেলে বলেন, “মেসির পরামর্শেই আমি বদলেছি। তিনি বলেছিলেন, স্বপ্ন ছুঁতে চাইলে সিরিয়াস হতে হবে। আমি ওনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতাম।”
২০১৭ থেকে ২০২১ পর্যন্ত প্রায় ৯৫ ম্যাচ একসঙ্গে খেলেছেন তারা। ১৫টি যৌথ গোলের মুহূর্তও তৈরি করেছেন। দেম্বেলে আরও যোগ করেন, “বার্সেলোনায় চোট আর ভুল থেকে অনেক কিছু শিখেছি। মেসি আমার ক্যারিয়ারকে নতুনভাবে গড়তে সাহায্য করেছেন। আজকের ট্রফি সেই অধ্যবসায়ের প্রতিফলন।”
উল্লেখ্য, যে মঞ্চে লিওনেল মেসি জিতেছিলেন রেকর্ড আটটি ব্যালন ডি’অর, সেই একই মঞ্চে এবার নিজের প্রথম ব্যালন ডি’অর হাতে তুললেন দেম্বেলে। দূর থেকে শিষ্যের এই অর্জনে মেসির মুখেও ফুটে উঠলো আনন্দের হাসি।


