বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের কাউন্সিলর লিস্ট প্রকাশ হওয়ার কথা ছিল সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায়। কিন্তু নির্ধারিত সময়ে তা প্রকাশ হয়নি। ফলে নির্বাচনের শিডিউল নতুন করে সামঞ্জস্য করা হতে পারে বলে ইঙ্গিত মিলছে।
এর পাশাপাশি বড় খবর হলো, আগামী তিন বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)। সোমবার বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ৯টার দিকে সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ মনোনয়ন ফর্ম জমা পড়েছে। তবে এটি জমা দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর। যদিও জমাদানের সময় বাড়ানো হয়নি, তবুও নির্বাচন কমিশনের কাছে উল্লেখ করে পাঠানো হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
এ সময় তিনি আরও জানান, বিতর্কিত ১৪ ক্লাবের ভোটাধিকার বিষয়টি এখনো তদন্তাধীন, তাই বাতিল করা হয়নি। এছাড়া বর্তমান কমিটি বিসিবির কোষাগারে ১ হাজার ৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে।


