আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তাসকিন আহমেদ। এবার সেই তালিকায় যোগ হলো আরেকটি বড় অর্জন।
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নেমে বাংলাদেশের এই তারকা পেসার ছুঁয়ে ফেললেন স্বপ্নের মাইলফলক—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশো উইকেট। ম্যাচের প্রথম ওভারেই শাহিবজাদা ফারহানকে রিশাদ হোসেনের হাতে ক্যাচ করিয়ে ইতিহাস গড়লেন তাসকিন।
এর মধ্য দিয়ে তিনি হলেন বাংলাদেশের তৃতীয় বোলার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশো উইকেট নিয়েছেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।
সব দেশ মিলিয়ে তাসকিন এখন ২৬তম বোলার যিনি এই রেকর্ডে জায়গা করে নিলেন। একই সঙ্গে দ্বিতীয় বাংলাদেশি পেসার হিসেবে শততম উইকেট শিকারের অনন্য কীর্তি গড়লেন তিনি।
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আরেকটি গর্বের মুহূর্ত যোগ করলেন টাইগার এই গতি তারকা।


