সুপার ফোরে বাংলাদেশের পরাজয়ের পর, ৪১ বছর পর এশিয়া কাপে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। চার দশক ধরে নানা ঘটনার সাক্ষী হয়ে এশিয়া কাপ পার করেছে, কিন্তু এক বড় আক্ষেপ থেকে গিয়েছিল—ফাইনালে কখনো ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়নি। এবারের আসর সেই আক্ষেপ ঘুচিয়ে দিচ্ছে। ২৮ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক ফাইনাল।
এবারের টুর্নামেন্টে শুরু থেকেই ভারতের দুর্দান্ত খেলা চোখে পড়েছে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে তারা সুপার ফোরে পৌঁছায়। সেখানেও দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে সূর্যকুমারের দল।
অন্যদিকে, পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে যায়। তবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে তারা সুপার ফোরের টিকিট কেটে নেয়। সুপার ফোরে ভারতের কাছে হারের পর ফাইনাল নিয়ে শঙ্কা থাকলেও, শ্রীলঙ্কাকে হারিয়ে তারা আশা জিইয়ে রাখে। শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান।
পরিসংখ্যান বলছে ভারত সবচেয়ে সফল দল। তারা ১১ বার ফাইনালে খেলে জিতেছে ৮টি শিরোপা। পাকিস্তান ৫ বার ফাইনাল খেলে জিতেছে ২টি শিরোপা।
উভয় দলই পরিসংখ্যান ও সফলতার দিক থেকে শক্তিশালী হলেও, ফাইনালের মঞ্চে কখনো মুখোমুখি হয়নি। এবার সেই ইতিহাস বদলে যাচ্ছে।


