ইনিংসের শেষ বলেই আইচ মোল্লা দেখালেন তার ঝড়ো ব্যাটিং। ইবাদত হোসেনের লেন্থ বোল স্কুপ করে বল মাঠের বাইরে পাঠিয়ে আইচ পেলেন ফিফটির স্বাদ।

এই ছক্কার সুবাদে ঢাকা মেট্রো আত্মবিশ্বাসী ১৬১ রানের লক্ষ্য পায়। জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ম্যাচে সিলেট বিভাগ সেই রান তাড়া করতে পারেনি। ৯ উইকেটে তারা সংগ্রহ করেছে ১৩৮ রান। ফলে ঢাকা মেট্রো জয় পায় ২৩ রানে।

ম্যাচ সেরার খেতাব জিতেছেন আইচ মোল্লা, যিনি চারে ব্যাটিংয়ে নেমে ঝড়ো ইনিংস খেলেন। ৩৩ বলে ৫৩ রান করেন ৬টি চার ও ২টি ছক্কায়। তাকে সঙ্গ দেন সাদমান ইসলাম, ৩২ বলে ৪৯ রান করেন ৪টি চার ও ২টি ছক্কায়। তৃতীয় উইকেটে আইচ ও সাদমান গড়েন ৯৬ রানের জুটি। আগে ঢাকা মেট্রোর ওপেনার নাঈম শেখ ৩২ বলে ৩৬ রান করেন, ৪টি চার ও ১টি ছক্কায়। মাহফিজুল ইসলাম রবিন ২৩ বলে ১৮ রান করে থেমে যান।

সিলেটের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন গালি, ইবাদত এবং নাবিল।

রান তাড়ায় সিলেটের টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটসম্যান চেষ্টা করলেও কেউ ইনিংস বড় করতে পারেনি। দিশান ১৬, অধিনায়ক জাকির ১৯, খালিদ হাসান ২৪, অমিত হাসান ২৪ ও গালিব ২৩ রানে আউট হন। পরের ব্যাটসম্যানদের মধ্যে কেবল রাজাই চেষ্টা করেছিলেন; ১১ বলে ১টি চার ও ১টি ছক্কায় ১৭ রান করেন তিনি। তার ফেরার পর সিলেটের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়।

ঢাকা মেট্রোর সেরা বোলার ছিলেন শহিদুল ইসলাম। ২৪ রানে ৩ উইকেট নেন ডানহাতি পেসার। ২টি করে উইকেট নেন আবু হায়দার রনি ও মারুফ মৃধা। ১টি করে উইকেট পেয়েছেন রাকিবুল ও আইচ।

৪ ম্যাচে এটি ঢাকা মেট্রোর দ্বিতীয় জয়। সিলেটের সমান ম্যাচে এটি তাদের দ্বিতীয় পরাজয়।


 

news