এশিয়া কাপে ফাইনালে ওঠার সুযোগ থাকলেও বাংলাদেশ দল তা কাজে লাগাতে পারেনি। আত্মঘাতী ব্যাটিং ও গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুলের কারণে শিরোপার মঞ্চ থেকে দূরে থাকায় দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক লিটন দাস, যিনি শেষ দুই ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।

গ্রুপপর্ব পার হয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের শুরুটা বাংলাদেশ দুর্দান্ত করেছে। তবে পরের দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে দলের পারফরম্যান্সে ধাক্কা লেগেছে।

ভারতের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষে টাইগাররা বোলারদের দক্ষতায় ১৩৫ রানে দলটিকে আটকে রেখেছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে মাত্র ১১ রানে হারতে হয় এবং বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে। এইভাবেই আরও একটি বড় টুর্নামেন্ট শেষ হলো হতাশার সঙ্গে।

এশিয়া কাপ থেকে বিদায়ের পাঁচ দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে লিটন লিখেছেন, “২০২৫ এশিয়া কাপে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা সম্ভব হয়নি। বাংলাদেশের সকল সমর্থকের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

চোটের কারণে লিটন ভারত ও পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে খেলতে পারেননি। তার অনুপস্থিতি দেখা গেছে নেতৃত্ব, কিপিং ও ব্যাটিংয়ে। তার জায়গায় এই দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী।

সাইড স্ট্রেইনের চোটের কারণে লিটন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না। ব্যক্তিগতভাবে তিনি বলেছেন, “চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা হৃদয় ভেঙে যাওয়ার মতো। একই কারণে আফগানিস্তান সিরিজেও খেলতে পারব না। সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পারিনি। এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে।”

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিটন বলেন, “টুর্নামেন্টজুড়ে উপচেপড়া সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। আমরা ভাগ্যবান যে, বিশ্বের সেরা সমর্থক আমাদের সঙ্গে আছেন। আশা করি, আপনাদের যা প্রাপ্য, খুব দ্রুত তা দিতে পারব।”

আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) শারজায় শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর পর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

 

news