ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজেই নেপাল প্রমাণ করলো তারা বড়ো কিছু করতে পারে। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা নেপালের লক্ষ্য এবার ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করা।

প্রথম ম্যাচে ১৯ রানে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৯০ রানের বিশাল ব্যবধানের জয় আসে। এটি নেপালের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় এবং টেস্ট খেলুড়ে কোনো দলের বিরুদ্ধে সহযোগী সদস্য হিসেবে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।

দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলা ওপেনার আসিফ শেখ বলেন, “এটা আমাদের জন্য বিশাল অর্জন। আমরা চাই সিরিজ ৩-০ তে শেষ হোক। নেপালে ক্রিকেট উৎসবের মতো চলেছে। আমাদের সব সমর্থক যারা দূরদূরান্ত থেকে এসেছেন, তাঁদেরও কৃতিত্ব। আমরা তাঁদের জন্যই খুশি।”

গতকাল  ১৭৩ রানের সংগ্রহ নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়েছে নেপাল। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের এমন হার মানানোই নেপালের চোখে হোয়াইট ওয়াশের লক্ষ্য।

আজ (৩০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

নেপাল দলের অধিনায়ক রোহিত পাউডেল ম্যাচ শুরুর আগে বলেন, “ভালো লাগছে। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় পাওয়া কঠিন। প্রথম ম্যাচের দুই দিন পর দ্বিপাক্ষিক সিরিজে জয় দারুণ ব্যাপার। বিশ্বকে আমাদের খেলা ও প্রতিভা দেখানোর জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। আমরা গত দুই–তিন বছর ধরে যেমন খেলছি, তাতে অনেকেরই নজর কাড়তে পেরেছি। আমরা এভাবেই চালিয়ে যেতে চাই এবং টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে আরও বেশি খেলতে চাই। সিরিজটি আরও ভালোভাবে শেষ করতে চাই। সব ম্যাচ জিততে চাই, তবে নতুন করে শুরু করতে হবে।”

 

news