অস্ট্রেলিয়ার স্কোরকার্ড দেখে যেকোনো ভক্তই চমকে উঠবেন। ওপেনার মিচেল মার্শের ব্যাট থেকে এলো দুর্দান্ত ১০৩ রান, অথচ পরের পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি! সাতে নামা মিচেল ওয়েন করলেন মাত্র ১৪ রান। তবুও ম্যাচটা খুব সহজে জিতে নিল অস্ট্রেলিয়া।

মাউন্ট মঙ্গানুইতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৯ উইকেটে ১৫৬ রান। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১৮ ওভারে ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। এই জয়ের পুরো কৃতিত্ব একাই কুড়িয়েছেন মার্শ।

মাত্র ৫২ বলে ৮ চার আর ৭ ছক্কায় ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৮৮ মিনিট উইকেটে থেকে প্রায় ২০০ স্ট্রাইকরেটে খেলে কিউই বোলারদের ছিন্নভিন্ন করে দেন মার্শ। ইনিংস শেষ করেন শেন অ্যাবোট, অপরাজিত ১৩ রানে।

এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া সিরিজও নিশ্চিত করেছে। তিন ম্যাচের লড়াইয়ে তারা এখন ২-০ ব্যবধানে এগিয়ে।

নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম একাই বোলিংয়ে লড়াই চালান। তিনি নেন ৪ উইকেট। কিন্তু মার্শের ধ্বংসাত্মক ইনিংস তার সব চেষ্টা বৃথা করে দেয়।

ব্যাট হাতে কিউইদের মধ্যে সবচেয়ে বড় ইনিংসটি আসে টিম সেইফার্টের ব্যাট থেকে। তিনি করেন ৪৮ রান (৫ চার, ৩ ছক্কা)। এছাড়া মিচেল ব্রেসওয়েল ২৬ ও জিমি নিশাম ২৫ রান যোগ করেন। তবে সেগুলো ম্যাচে যথেষ্ট হয়নি।

 

news