ফুটবল বিশ্বে আবারও সাড়া ফেলে দিয়েছে নেইমার জুনিয়রের নাম। এক সময় যিনি বার্সেলোনা আর পিএসজির হয়ে ইউরোপ কাঁপিয়েছিলেন, সেই স্টার প্লেয়ারকে এবার নিজেদের দলে ভেড়ানোর পরিকল্পনা করছে মার্কিন ক্লাব ইন্টার মায়ামি! ফলে আবারও মেসি-সুয়ারেজের সঙ্গে নেইমারের জুটির দেখা মিলতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে নেইমারকে বেশ দুঃসময় কাটাতে হয়েছে। বারবার ইনজুরি আর ক্লাব বদলের কারণে তিনি আগের সেই জাদু দেখাতে পারেননি। ২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেও -র কারণে মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছিলেন।
এরপর তিনি ফিরে গিয়েছিলেন তার শৈশবের ক্লাব ব্রাজিলের সান্তোসে। সেখানে তিনি দলের captain-ও হয়েছেন, কিন্তু-ই বাধা হয়ে দাঁড়িয়েছে। এই মৌসুমে ব্রাজিলিয়ান লিগে তিনি মাত্র ১৩টি ম্যাচেই খেলেছেন। ২০২৩ সালের পর থেকে ব্রাজিল জাতীয় দলের জার্সিও আর গায়ে পড়েননি তিনি।
এমন পরিস্থিতিতেই উঠেছে MLS-এ যাওয়ার গুঞ্জন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ইন্টার মায়ামি নেইমারকে sign করার কথা ভাবছে। ক্লাবটি ইতিমধ্যেই লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে নতুন চুক্তির আলোচনা করছে। তাদের পাশে নেইমারকে আনার চেষ্টাও চলছে।
এদিকে, এই মৌসুম শেষে জর্দি আলবা ও সার্জিও বুসকেতস ক্লাব ছাড়ছেন। তাই তাদের শূন্যতা পূরণ এবং দলে তারকা পাওয়ার জন্যই নেইমারের দিকে তাকাচ্ছে ইন্টার মায়ামি। তাহলে কি বার্সেলোনার সেই কিংবদন্তি 'এমএসএন' ট্রিও আবারও একত্রিত হতে যাচ্ছেন?
মেসি , সুয়ারেজ এবং নেইমার মিলে বার্সেলোনায় যে 'এমএসএন' ত্রয়ী গড়েছিলেন, তা ছিল ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর । তাদের সেই জুটির পুনর্মিলন নিশ্চিতভাবেই বিশ্ব ফুটবলে তৈরি করবে।
তবে নেইমারকে নেওয়াটা ইন্টার মায়ামির জন্য একটা বড় risk-ও বটে। কারণ, সাম্প্রতিক বছরগুলোতে তার injury record একদমই ভালো নয়। তিনি নিয়মিত মাঠে থাকতে পারবেন কিনা, সেটাই বড় question।
ইন্টার মায়ামি বর্তমানে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন একটি star-studded দল। তবে তাদের দলের বয়স হয়ে গেছে অনেকটাই, তাই তরুণ রক্তের অভাবও রয়েছে। এদিকে, ইন্টার মায়ামির coach হাভিয়ের মাসচেরানো একসময় বার্সেলোনায় নেইমারের ছিলেন। এই পুরনো bond-ই হয়তো এই deal-টাকে আরও বাস্তবসম্মত করে তুলছে।
সবমিলিয়ে, ফুটবল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন— নেইমার কি সত্যিই ইন্টার মায়ামিতে যোগ দেবেন? আর আমরা কি আবারও দেখতে পাব সেই magic, সেই 'এমএসএন' trio-কে?


