আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল ভারতের দুই দানব ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির ২০২৭ ওডিআই বিশ্বকাপ খেলার ব্যাপারে বড়সড় হিন্ট দিয়ে দিলেন। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে রোহিত-বিরাটই ভারতের পরিকল্পনার অংশ – এমনটাই জানিয়েছেন ধুমাল। ক্যারিয়ারের শেষ দিকে এলেও ওডিআই ফরম্যাটে তারা থাকছেনই।
রোহিত ও বিরাট এখন শুধু ওডিআই খেলছেন। তাই ২০২৭ বিশ্বকাপে জায়গা পাকা নয়। আগামী কয়েক বছরের ফর্ম ও ফিটনেসের ওপর নির্ভর করবে তাদের টিকে থাকা। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে এই দুই তারকাকে ফিট ও ফর্মে রাখতে হবে।
বিরাট-রোহিত থাকছেনই – অরুণ ধুমাল
রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ‘মহান’ বলে প্রশংসা করেছেন অরুণ ধুমাল। তাদের মান, প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রমের কথা তুলে ধরেন তিনি। ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চললেও ৫০ ওভারের ক্রিকেট থেকে তারা যাচ্ছেন না বলে সাফ জানিয়েছেন।
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ধুমাল বলেন, “আর আছে এই মহানরা – রোহিত শর্মা আর বিরাট কোহলি। লোকে ভাবছে তারা চলে যাবে, কিন্তু যাচ্ছে না। তারা থাকছে।”
“এই ওডিআই সিরিজে রোহিত যেভাবে ক্লাস দেখিয়েছে, এই বয়সে ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ, তারপর প্লেয়ার অফ দ্য সিরিজ – এটা দেখায় তাদের আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম কতটা,” যোগ করেন তিনি।
ভৈভব সূর্যবংশী দরজায় কড়া নাড়ছে – অরুণ ধুমাল
ভারতের ট্যালেন্টের গভীরতা নিয়ে গর্ব করেছেন ধুমাল। বিশেষ করে ১৪ বছরের প্রতিভা ভৈভব সূর্যবংশীর কথা তুলে ধরেন। বছরের পর বছর ধরে ভারতের বেঞ্চ স্ট্রেংথ নিয়ে আলোচনা হয়। ধুমালের মতে, ভৈভব এখনই জাতীয় দলে ঢোকার দোরগোড়ায়।
তিনি বলেন, “ভারতীয় দলের বেঞ্চ স্ট্রেংথ নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি। কিন্তু দেখুন, ১৪ বছরের এক অলৌকিক ছেলে ভৈভব সূর্যবংশী – সে দরজায় কড়া নাড়ছে।”
সিরিজ শুরুতে টানা দুটো শূন্যের পর বিরাট কোহলি ৮১ বলে অপরাজিত ৭৪ রান করেন। অন্যদিকে রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ ও প্লেয়ার অফ দ্য সিরিজ দুটোই জিতেছেন।
সাবেক অধিনায়ক তিন ম্যাচে ২০২ রান করেন – গড় ১০১, স্ট্রাইক রেট ৮৫.৫৯। একটা হাফ সেঞ্চুরি আর একটা সেঞ্চুরি।
আইপিএল ২০২৫-এ রাজস্থানের হয়ে ভৈভবের বিস্ফোরক ডেবিউ
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ডেবিউ করেন ভৈভব সূর্যবংশী। সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন পুরস্কার জিতেছেন। প্লে-অফে উঠতে না পারলেও ৭ ইনিংসে ২০০-এর ওপর স্ট্রাইক রেটে ২৫২ রান করেন তিনি।
বাঁহাতি ব্যাটার গুজরাট টাইটান্সের সামনে মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা ও রশিদ খানের বোলিংয়ে ৩৮ বলে ১০১ রান হাঁকান।
যুব আন্তর্জাতিক ক্রিকেটেও ছাপ ফেলেছেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯-এর বিপক্ষে ওরচেস্টারে ৭৮ বলে ১৪৩ রান। পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক – ৩৫৫ রান, গড় ৭১।
