সেমিফাইনালেও ছিল বৃষ্টির ভ্রুকুটি, যদিও শেষ পর্যন্ত তা হয়নি। কিন্তু বহু প্রতীক্ষিত নারী বিশ্বকাপের ফাইনালেও আবারও জেঁকে বসেছে বৃষ্টির আশঙ্কা। চলতি বিশ্বকাপে ইতিমধ্যে একাধিক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, যার মধ্যে ভারত–বাংলাদেশ ম্যাচও ছিল। একইভাবে ভারত–নিউজিল্যান্ডের ম্যাচও বিঘ্নিত হয়েছিল বৃষ্টিতে।
ফাইনালেও থাকছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। রবিবার প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে ভারতীয় মহিলা দল। অন্যদিকে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকান দলও ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেছে এবং তারা আছে দারুণ ফর্মে। নভি মুম্বাইয়ে এই বহু প্রতীক্ষিত ম্যাচে বৃষ্টির আশঙ্কা প্রবল। এমন পরিস্থিতিতে যদি খেলা ভেস্তে যায়, তাহলে কোন দলের হাতে উঠবে ট্রফি?
মহারাষ্ট্রে জারি হলুদ সতর্কতা, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
জানা গিয়েছে, মহারাষ্ট্রে আবহাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদার জানাচ্ছে, শনিবার বৃষ্টির সম্ভাবনা ছিল প্রায় ৮৬ শতাংশ। আর রবিবার বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। বিশেষ করে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশেরও বেশি। এই মাঠেই বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত এবং বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল সেই ম্যাচ।
বৃষ্টিতে দু’দিনই খেলা পরিত্যক্ত হলে কাপ কার?
রবিবার যদি কোনোভাবেই খেলা না হয়, সেক্ষেত্রে আইসিসি একটি রিজার্ভ ডে রেখেছে। অর্থাৎ, ৩ নভেম্বর, সোমবার ফের ফাইনাল অনুষ্ঠিত হবে। কিন্তু সেদিনও বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ!
প্রশ্ন হলো, দু’দিনই যদি বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয়, তাহলে কাদের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? উত্তর হলো— দক্ষিণ আফ্রিকা!
কারণ, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ফাইনাল যদি ভেস্তে যায়, তবে গ্রুপ পর্বে যে দল এগিয়ে ছিল, তারাই চ্যাম্পিয়ন হবে। গ্রুপ পর্বে ভারতের চেয়ে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ছিল। অর্থাৎ, ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের প্রধান প্রতিপক্ষ হলো বৃষ্টি।
তাছাড়া, গ্রুপ পর্যায়ে ভারতকে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল। এটিও দক্ষিণ আফ্রিকার জন্য একটি বড় অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। ভারতীয় সমর্থকদের এখন একটাই প্রার্থনা— ফাইনালের দিনে যেন বৃষ্টি না হয় এবং মাঠে যেন ব্যাট-বলের লড়াই হয়।
