দুর্দান্ত খেলছে রিয়াল মাদ্রিদ। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণের ঝড় তুলে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লড়েছে তারা। ফলে এমবাপ্পে, জুড বেলিংহ্যামদের গোলে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে রিয়াল। শনিবার (১ নভেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচটা ৪-০ গোলে জিতেছে জাবি আলোনসোর দল। এমবাপ্পের জোড়া গোলের পর একটা করে দারুণ গোল করেন বেলিংহ্যাম ও আলভারো কারেরাস।
রিয়ালের দাপটের সামনে কোনো সুযোগই পায়নি ভ্যালেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টা শট নেয় আলোনসোর দল, ১১টা লক্ষ্যে। ভ্যালেন্সিয়ার চার শটের মাত্র একটা লক্ষ্যে ছিল।
ম্যাচ শুরুতেই পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকে গোল করেন এমবাপ্পে। এ নিয়ে লা লিগায় টানা আট ম্যাচে গোল পেলেন এই ফরাসি তারকা।
৩১তম মিনিটে দারুণ গোলে ব্যব
ধান দ্বিগুণ করেন এমবাপ্পে। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে আর্দা গুলেরের ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে ভলিতে জালে জড়ান বিশ্বকাপজয়ী তারকা।
৪২তম মিনিটে আলভারো কারেরাস ডি-বক্সে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় রিয়াল। এবার স্পট কিক নেন ভিনিসিউস, কিন্তু তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
দুই মিনিট পরেই দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান বেলিংহ্যাম। ফেদেরিকো ভালভের্দের পাস ধরে ডি-বক্সের বাইরে একজনকে কাটিয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে গোল করেন ইংলিশ মিডফিল্ডার।
ম্যাচের শেষ দিকে খেলোয়াড় বদলের পর খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে দর্শনীয় গোলটা করেন কারেরাস।
রদ্রিগোর প্রচেষ্টা রক্ষণে আটকে যাওয়ার পর বল পেয়ে আচমকা দুর্দান্ত শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান স্প্যানিশ লেফট-ব্যাক। এই জয়ে লিগে ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল।
