ভারতীয় স্পিনার ভারুন চক্রবর্তী রবিবার (২ নভেম্বর) অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল ওয়েনকে একেবারে হতবাক করে দিয়েছেন। হোবার্টের বেলারিভ ওভালে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েনকে গোল্ডেন ডাক (প্রথম বলেই আউট) করে দেন এই রহস্যময় স্পিনার।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শুরু থেকেই আগুনে ছন্দে ছিলেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। নতুন বল হাতে নিয়ে তিনি মাত্র কয়েক ওভারের মধ্যেই ট্র্যাভিস হেড ও জশ ইনগলিসকে আউট করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন। ২.৩ ওভারে অজিরা হারায় ১৪ রানে দুই উইকেট।

দুর্দান্ত জুটি গড়েও থামলেন না ভারুন

এরপর অধিনায়ক মিচেল মার্শ ও টিম ডেভিড মিলে দলের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ৫৯ রানের জুটি। টিম ডেভিড কিছুটা আগ্রাসী ব্যাটিং করলেও ভারুন চক্রবর্তীর স্পিনে থামেন মিচেল মার্শ। ১৪ বল খেলে মাত্র ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এক বলেই স্তব্ধ ওয়েন

এরপর নামেন মিচেল ওয়েন, কিন্তু টিকতেই পারেননি। ভারুন চক্রবর্তীর দারুণ এক গুগলি বুঝতে না পেরে খেলতে যান কাট শট, কিন্তু পুরোপুরি ভুল পড়েন বলের স্পিনে। ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল সোজা গিয়ে লাগে অফ ও মিডল স্টাম্পে। একেবারে নিখুঁত এক ডেলিভারিতে ওয়েনের ইনিংস শেষ হয়ে যায় প্রথম বলেই!

ভারুনের এই বলটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্রিকেটপ্রেমীরা বলছেন, “এটাই সত্যিকারের মিস্ট্রি বল!” অনেকেই মন্তব্য করেছেন, “ভারুনের এই ডেলিভারি শেন ওয়ার্নকেও মনে করিয়ে দেবে।”

ভারতীয় স্পিনারদের এই দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের শুরুতেই শক্ত অবস্থানে চলে যায় ভারত।

 

news