স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ফুটবল প্রদর্শন করল বার্সেলোনা। রোববার (২ নভেম্বর) নিজেদের মাঠ লুইস কোম্পানি স্টেডিয়ামে এলচেকে ৩-১ গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে কাতালানরা।

‘এল ক্লাসিকো’তে রিয়াল মাদ্রিদের কাছে হারের হতাশা পেছনে ফেলে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। ম্যাচের প্রথম ১১ মিনিটেই দুই গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় তারা।

ম্যাচের নবম মিনিটে মাঠের ভেতর নয়, বাইরের নানা বিতর্কে আলোচিত লামিন ইয়ামাল দুর্দান্ত এক গোল করে বার্সাকে এগিয়ে দেন। বালদের পাস ধরে দুই ডিফেন্ডারের মাঝে দিয়ে জোরালো শটে জালের ঠিকানা খুঁজে পান তরুণ এই ফরওয়ার্ড।

এর দুই মিনিট পরেই ফেরমিন লোপেজের নিখুঁত পাস থেকে গোল করে ফেরান তোরেস, ব্যবধান দ্বিগুণ করেন (২-০)।
তবে প্রথমার্ধের শেষ দিকে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে এলচে। রাফা মিরের গোলেই বিরতিতে স্কোর দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। ম্যাচের ৬১তম মিনিটে মার্কাস রাশফোর্ডের (যিনি লোনে খেলছেন) অসাধারণ গোলেই ব্যবধান বাড়ায় তারা।
এলচের ফরোয়ার্ডরা এরপর একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও বার্সেলোনার ডিফেন্স ও গোলরক্ষকের দৃঢ়তায় তারা ব্যর্থ হয় জালে বল পাঠাতে।

শেষ পর্যন্ত ৩-১ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল।

এই জয়ের ফলে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা, শীর্ষে রয়েছে ৩০ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ।

লা লিগার শিরোপা দৌড়ে ফের শক্ত অবস্থান তৈরি করল কাতালান জায়ান্টরা।

 

news