ভারতীয় নারী ক্রিকেট দল তাদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেছে, আর এই ঐতিহাসিক জয়ের পথে সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি তৈরি করেছেন অলরাউন্ডার আমাঞ্জot কৌর। রবিবার নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে এমন এক ক্যাচে বিদায় দিয়েছেন তিনি, যাকে ক্রিকেট বিশ্ব 'ইতিহাসের সেরা ক্যাচ' বলে অভিহ করছে।

ম্যাচের ৪২তম ওভারের প্রথম বল। দীপ্তি শর্মার বলটিতে স্লগ-সুইপ খেলতে গিয়ে উলভার্ট বলটিকে উড়িয়েছিলেন ডিপ মিডউইকেটের দিকে। বলটি উচ্চতায় বেশি হলেও দূরত্ব পায়নি। সেখানেই অপেক্ষা করছিলেন আমাঞ্জot কৌর।

ক্যাচ নেওয়ার সময় প্রথমে বলটি তার হাত থেকে লাফিয়ে বেরিয়ে যেতে চাইল। কিন্তু আমাঞ্জot হাল ছাড়েননি। একাধিকবার বলটি হাতে জাগলিং করার পর শেষ পর্যন্ত এক হাত দিয়েই শিকার করলেন সেই সোনালি ক্যাচ। উলভার্টের ১০১ রানের ইনিংসের অবসান ঘটল। এই আউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং ভারত জয়ী হয়।

২৬ বছর বয়সী লরা উলভার্টকে নারী ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে গণ্য করা হয়। এই বিশ্বকাপে তার ফর্ম ছিল অসাধারণ। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের পর ফাইনালেও তিনি শতরান করেন। ভারতীয় বোলারদের রীতিমতো লাঞ্ছিত করছিলেন তিনি। ৯৬ বলে সেঞ্চুরি করে প্রোটিয়া দলকে জয়ের খুব কাছেই নিয়ে গিয়েছিলেন। কিন্তু দীপ্তি শর্মা আর আমাঞ্জot কৌরের জুটিবদ্ধতায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়।

ম্যাচের আগে আমাঞ্জot কৌর ভারতীয় ক্যাম্পের মেজাজ সম্পর্কে বলেছিলেন, "আমরা সবাই খুব ইতিবাচক এবং উত্তেজিত, কিন্তু বৃষ্টির কারণে আমরা আমাদের স্নায়ু নিয়ন্ত্রণে রাখছি। আমরা মাঠে বেরোনোর জন্য উদগ্রীব।"

তিনি সেমিফাইনাল সম্পর্কে বলেন, "আমি নার্ভাস ছিলাম না, শুধু আমার পালার জন্য অপেক্ষা করছিলাম। আমি ম্যাচ শেষ করতেই চেয়েছিলাম। জেমি এবং হারমনপ্রিত দির ইনিংস অবিশ্বাস্য ছিল। দীপ্তি ও রিচার ক্যামিও এবং শেষ পর্যন্ত আমি ম্যাচ শেষ করতে পেরে খুব খুশি।"

"ফাইনাল নিয়ে আমাদের আলোচনা খুব সাধারণ ছিল। আমরা বলেছিলাম, আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, কিন্তু সেটা পেছনে ফেলে এখন শুধু দক্ষিণ আফ্রিকার দিকেই ফোকাস করতে হবে। আমরা খুব দূরের কথা ভাবছি না, বর্তমানেই থাকতে চাই।"

আমাঞ্জot কৌরের এই বক্তব্য যেমন ইতিবাচক ছিল, তেমনই মাঠে তার সেই অলৌকিক ক্যাচ ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে years বছর।

 

news