বাংলাদেশ নারী ক্রিকেট দলে নেমেছে নতুন ঝড়। অভিজ্ঞ পেসার জাহানারা আলম এবার সামনে এনেছেন এক ভয়ানক অভিযোগ, যা নাড়িয়ে দিয়েছে পুরো ক্রিকেটাঙ্গন। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশ নারী দলের এক সাবেক ম্যানেজার তাঁর সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন।

সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা জানান, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ওই সাবেক ম্যানেজার তাঁর সঙ্গে শারীরিকভাবে অসৌজন্যমূলক আচরণ করেন।

তিনি বলেন,

“উনি আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে বলেন— ‘তোর পিরিয়ড কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে জানাস, আমার দিকটাও তো দেখতে হবে। শেষ হলে ডাকব, চলে আসিস।’”

“হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন”

জাহানারা আরও অভিযোগ করেন, ম্যাচ শেষে হ্যান্ডশেকের সময়ও ওই ম্যানেজার অশালীন আচরণ করতেন।

“বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা হ্যান্ডশেক করতাম, তখন তিনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন,” বলেন জাহানারা।

এই অভিজ্ঞতা তাঁকে ভীষণ মানসিকভাবে আঘাত করেছে বলে জানান বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই নারী পেসার।

বিসিবিকে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি

জাহানারার দাবি, তিনি বিষয়টি একাধিকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কাছে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি বলেন,

“দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তখনকার নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বহুবার জানিয়েছি। দু’দিন ঠিক থাকত, তারপর আবার আগের অবস্থায় ফিরে যেত।”

নারী ক্রিকেটে আলোচনার ঝড়

জাহানারার এই অভিযোগ ছড়িয়ে পড়তেই বাংলাদেশ ক্রিকেট মহলে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকেই দাবি করছেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত, যাতে ভবিষ্যতে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত হয়।

 

news