'আশ কি বাত' শো-তে হঠাৎ হাজির আর্শদীপের বাবা! ছেলের দল থেকে বাদ পড়া নিয়ে সরাসরি রাজনীতিকে দুষলেন অশ্বিন
ভারতের তারকা বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়ের বাবা আচমকা রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব শো-তে হাজির হওয়ায় এক মিষ্টি মুহূর্তের জন্ম হলো। আর সেই মুহূর্তেই ভারতীয় দল থেকে আর্শদীপ সিংয়ের বারবার বাদ পড়া নিয়ে গুরুতর মন্তব্য করলেন অশ্বিন।
ক্রিকেট ছেড়ে এখন ইউটিউবার অশ্বিন! শো-তে হাজির হন তারকারা
ইউটিউব চ্যানেল 'অ্যাশ কি বাত'-এর মাধ্যমে ভারতীয় ক্রিকেট নিয়ে নিজের মতামত ও সাক্ষাৎকার প্রকাশ করার জন্য রবিচন্দ্রন অশ্বিন বেশ পরিচিত। খেলার সব ফর্ম্যাট থেকে অবসর নিলেও এই অভিজ্ঞ স্পিনার এখনও ভারতীয় ক্রিকেটের বিভিন্ন সিদ্ধান্ত ও কৌশল নিয়ে তাঁর গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
আইপিএল থেকেও অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন অশ্বিন। তাঁর প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু হাঁটুতে চোটের কারণে তাঁর সেই আনন্দ আপাতত পিছিয়ে গেল, যার ফলে তিনি বিবিএল-এ খেলা প্রথম ভারতীয় খেলোয়াড় হতে পারলেন না।
আর্শদীপ সিংয়ের বাবা হাজির হলেন রবিচন্দ্রন অশ্বিনের 'অ্যাশ কি বাত' পর্বে
বর্তমানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্রিকেট নিয়ে আলোচনা করেন ভারতের কিংবদন্তী স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর শো-এর নাম 'অ্যাশ কি বাত'। অশ্বিন যখন অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক বিমল কুমারের সঙ্গে আলোচনা করছিলেন, তখনই তাঁর চ্যানেলে এক অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটে।
বিমল কুমার এক ব্যক্তিকে টেনে এনে অশ্বিনকে তাঁকে চিনতে বলেন। এই ভারতীয় ক্রিকেটারও দ্রুত উত্তর দেন—তিনি ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের বাবা। আর্শদীপ এখন অস্ট্রেলিয়ায় খেলছেন এবং তাঁর বাবাও আনন্দের সাথে অশ্বিনের ডাকে সাড়া দেন।
তিনজনের মধ্যে এটি একটি খুবই মনোরম মুহূর্ত ছিল। এ সময় বিমল কুমার মজার ছলে অশ্বিনকে বলেন যে, আর্শদীপের বাবা অশ্বিনের নয়, তাঁর ভক্ত হিসেবে এসেছেন। অশ্বিনও রসিকতা করে বলেন যে, বিমল অনেক দিন ধরে আর্শদীপের একটি সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছেন, তাই আর্শদীপের তাঁর কোনো সাক্ষাৎকার দেওয়া উচিত নয়।
ভারতীয় দলে আর্শদীপের সীমিত সুযোগ নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন অশ্বিন
কথাবার্তার সময় রবিচন্দ্রন অশ্বিন আর্শদীপ সিংয়ের বাবাকে জানান যে, তাঁর ছেলের অভিষেকের পর থেকে বিশেষ করে টি-২০ ফর্ম্যাটে দুর্দান্ত পারফর্ম করা সত্ত্বেও কেন বারবার তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হচ্ছে, সে বিষয়েই তাঁরা আলোচনা করছিলেন।
রবিচন্দ্রন অশ্বিন বলেন, "স্যার, আমরা আপনার ছেলের বিষয়েই কথা বলছিলাম। কেন আর্শদীপ সিংকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে আমি বিমল ভাইয়ের সঙ্গে তর্ক করছিলাম। অবশ্যই, আপনাকে কিছু উত্তর দিতে হবে না, আমি বুঝতে পারছি। কিন্তু বিমল ভাই সবসময় বলেন যে আর্শদীপকে খেলানো উচিত নয়, আর আমি আর্শদীপের পক্ষে তাকে দলে রাখার জন্য যুক্তি দিই।"
দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে সিরিজে ডাক পেলেন আর্শদীপ
এই ভারতীয় বাঁহাতি পেসার এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারতের হয়ে খেলছেন। হোবার্ট এবং কারারায় ভারতের টানা জয়ে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তিনি দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে সাদা বলের সিরিজের জন্য ভারত 'এ' দলে যোগ দেবেন।
ইংল্যান্ড সফর থেকেই আর্শদীপ টেস্ট দল থেকে বাদ পড়েছেন, এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজেও সেই বাদ পড়ার ধারা অব্যাহত রয়েছে। ভারত 'এ' দলের সিরিজ শেষ হওয়ার পর, আর্শদীপের ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে ভারতের মূল দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
