বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল আসন্ন আসরে বড় একটি পরিবর্তন দেখতে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ দলের সাবেক এই স্টার পেসার তাসকিন আহমেদ এবার খেলবেন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে। ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র এই চমকপ্রদ তথ্য নিশ্চিত করেছে।

গত আসরে তাসকিন দুর্বার রাজশাহীর হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন। মজার বিষয় হলো, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেই এক ম্যাচে তিনি নিয়েছিলেন ঝলকানো ৭ উইকেট! সবকিছু ঠিকঠাক থাকলে এবার তিনি সেই একই দলের হয়ে খেলবেন, যাদের বিপক্ষে তাঁর সেই অসাধারণ সাফল্য এসেছিল।

বিপিএলের নতুন এই সংস্করণ শুরু হতে চলেছে আগামী ১৯ ডিসেম্বর। পাঁচটি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের সব পরিকল্পনা শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

যে পাঁচ ফ্র্যাঞ্চাইজি এবার অংশ নিচ্ছে, তাদের নাম হলো– ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। এই মাসের শেষেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লেয়ার ড্রাফট। কিন্তু তার আগেই তাসকিনকে দলে ভেড়িয়ে সবার নজর কেড়েছে ঢাকা ক্যাপিটালস।

এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল মোট ১১টি প্রতিষ্ঠান। প্রাথমিক বাছাই পর্বে বাদ পড়ে যায় তাদের মধ্যে ৩টি প্রতিষ্ঠান। এরপর চূড়ান্ত বাছাইয়ে আরও ৩ প্রতিষ্ঠান বাদ পড়ে যায়।

চূড়ান্তভাবে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস। গতবারও তারা একই নামে দল পাঠিয়েছিল। অন্যদিকে, রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, তারাও আগের সংস্করণে ছিল।

রাজশাহী ওয়ারিয়র্স নামে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েছে নাবিল গ্রুপ। সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি পেয়েছে 'ক্রিকেট উইথ সামি' নামের প্রতিষ্ঠান। আর চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠান।

 

news