দক্ষিণ আফ্রিকার ‘বি টিম’-এর কাছে হার মেনে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তিনি সরাসরি দোষ চাপালেন সিনিয়র ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ওপর, সঙ্গে দুর্বল ফিল্ডিংয়ের কথাও তুললেন মুখে।
৬ নভেম্বর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরে।
ব্যাটিং ব্যর্থতায় বিপর্যয়, রেগে আগুন শাহিন
টস জিতে আগে ব্যাট করে শুরু থেকেই বিপদে পড়ে পাকিস্তান। প্রথম ২২ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। ফখর জামান ফেরেন শূন্য রানে, বাবর আজম করেন ১১ আর মোহাম্মদ রিজওয়ান মাত্র ৪ রান। তবে সাইম আয়ুব (৫৩) ও সালমান আলী আগা (৬৯) ৯২ রানের জুটিতে দলকে কিছুটা উদ্ধার করেন।
মোহাম্মদ নওয়াজের ক্যারিয়ার সেরা ইনিংস (৫৯) এবং ফাহিম আশরাফের ঝড়ো ২৮ রানে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান ২৬৯ রানে পৌঁছায়।
কিন্তু লক্ষ্যটা দক্ষিণ আফ্রিকার কাছে ছিল খুবই সহজ। পাকিস্তানি বোলারদের বিপরীতে প্রোটিয়া ব্যাটাররা যেন ঝড় তুললেন।
দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী জুটি
লুয়ান্দ্রে প্রিটোরিয়াস ৪০ রানে শুরুটা দারুণ করেন। এরপর কুইন্টন ডি কক (অপরাজিত ১২৩) ও টনি ডি জোরজি (৭৬) ১৫৩ রানের জুটিতে পাকিস্তানের বোলিং আক্রমণকে সম্পূর্ণভাবে ভেঙে দেন।
মাত্র ৪০.৩ ওভারেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা, হাতে তখনও ৯৫ বল বাকি।
ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন শাহিন আফ্রিদি
হার মানতে নারাজ শাহিন আফ্রিদি ম্যাচ শেষে বলেন,
“সাইম আর আগা ভালো খেলেছে, কিন্তু আমরা তিন উইকেট দ্রুত হারিয়ে ফেলেছিলাম। ২৭০ খারাপ স্কোর নয়, কিন্তু ফিল্ডিংয়ে ভুলগুলো আমাদের সর্বনাশ করেছে। যদি সবসময় জিততে থাকেন, তবে ভুলগুলো বুঝতে পারবেন না। আমরা ফিরব, আরও শক্তভাবে ফিরব।”
তবে পরোক্ষভাবে তিনি সিনিয়রদের পারফরম্যান্স নিয়েও তীব্র সমালোচনা করেন। বাবর, রিজওয়ান ও ফখরের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
পাকিস্তানের ‘ক্যাচ মিস’–ই সর্বনাশের কারণ
ম্যাচে পাকিস্তানের ফিল্ডাররা তিনটি সহজ ক্যাচ মিস করে।
প্রথমটি আসে ষষ্ঠ ওভারে, যখন নাসিম শাহ সহজ রিটার্ন ক্যাচ ফেলেন লুয়ান্দ্রে প্রিটোরিয়াসের।
এরপর ডিপ স্কয়ার লেগে মোহাম্মদ নওয়াজ কুইন্টন ডি ককের ক্যাচ ধরতে ব্যর্থ হন।
শেষে সালমান আলী আগার বলে ফাহিম আশরাফ হাতছাড়া করেন টনি ডি জোরজির ক্যাচ।
