এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার চার মিনিটের মধ্যেই সব টিকিট ‘সোল্ড আউট’।
তবে ১৩ নভেম্বর রাজনৈতিক দলগুলোর কর্মসূচি থাকার কারণে ওই দিনের বাংলাদেশ-নেপাল ম্যাচের টিকিট বিক্রি শুরুতে কিছুটা ধীরগতির ছিল। কিন্তু হামজা চৌধুরী ও সমিত সোমরা ঢাকায় আসার পর থেকেই দর্শকদের আগ্রহ বাড়তে শুরু করেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ-নেপাল ম্যাচের ১৭ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি এখনো চলমান, ফলে বৃহস্পতিবারের মধ্যেই বাকি টিকিটও বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট না পেয়ে অনেক দর্শক এখন বাংলাদেশ-নেপাল ম্যাচের দিকে ঝুঁকছেন, শুধু হামজা-সমিতদের খেলা দেখার জন্যই।
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারি টিকিটের দাম ৫০০ টাকা, আর বাংলাদেশ-নেপাল ম্যাচের টিকিট ৩০০ টাকা। তুলনামূলকভাবে কম দামও দর্শকদের আকর্ষণ করছে।
ফলে ১৩ নভেম্বরের ম্যাচেও পূর্ণ গ্যালারিতে জমজমাট পরিবেশে ফুটবল উন্মাদনায় মেতে উঠতে পারেন হামজা-জামাল-সমিতরা।
