ঢাকার আকাশে আজ রাতেই ফুটবলের উত্তেজনা! প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর ঐতিহ্যবাহী বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি স্পোর্টস।

সবকিছু ঠিকঠাক থাকলে ঘরের মাঠে মাঠে নামছেন বাংলাদেশের দুই তারকা মিডফিল্ডার — সুমিত ও হামজা চৌধুরী। সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে এই দুইজনই হয়ে উঠেছেন মাঝমাঠের প্রাণ। বিশেষ করে ইংল্যান্ডের লেস্টার সিটি থেকে এসে বাংলাদেশ দলে যোগ দেওয়া হামজা চৌধুরীকে নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

অন্যদিকে, নেপাল দলও প্রস্তুত নিজেদের সেরাটা দেওয়ার জন্য। তাদের অধিনায়ক কিরণ লিম্বু জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে খেলতে তিনি বেশ উচ্ছ্বসিত, বিশেষ করে হামজার বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন তিনি।

কিরণ বলেন, “আমি আসলে তাঁকে (হামজা) নেপালে দেখতে চেয়েছিলাম। তাঁর বিপক্ষে খেলার জন্য ভীষণ আগ্রহী ছিলাম। যদিও তখন সেটা সম্ভব হয়নি। তবে এবার ঢাকায় তাঁর বিপক্ষে খেলতে পারব—এটা সত্যিই দারুণ এক অনুভূতি।”

তিনি আরও যোগ করেন, নেপালের সমর্থকরা এখন থেকেই এই ম্যাচের খবর অনুসরণ করছেন এবং আপডেট রাখছেন। দুই দেশের ফুটবলপ্রেমীদের নজর এখন এই ম্যাচে—যেখানে বন্ধুত্বের পাশাপাশি মর্যাদার লড়াইও হবে জমজমাট!

 

news