সিলেটে টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটিং তাণ্ডবলীলা দেখল সবাই। লাঞ্চ বিরতির পরও থামেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আইরিশ বোলারদের ওপর একের পর এক রান তুলে তিনি পূর্ণ করেছেন চমৎকার এক সেঞ্চুরি। অন্যদিকে, দ্রুতগতিতে অর্ধশতক হাঁকিয়েই প্যাভিলিয়নে ফিরেছেন লিটন কুমার দাস। বাংলাদেশের লিড এখন ৩৭৫ রানের মাইলফলক ছুঁই ছুঁই।

অ্যান্ডি ম্যাকব্রিনের একটি বলকে প্যাডেল সুইপ করে সীমানার বাইরে পাঠিয়েই সেঞ্চুরি পূরণ করেন শান্ত। মাত্র ১১২ বলের ইনিংসে তিনি মারেন ১৪টি চার। তবে সেঞ্চুরি করেই পরের বলটা খেলতে গিয়ে আউট হয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। তখন বাংলাদেশের স্কোর ৫৪৫ রান, উইকেট পড়েছে ৬টি। এর কিছুক্ষণ পরই মেহেদী হাসান মিরাজ ৩৩ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরত এলে ৭ম উইকেটও পড়ে যায়। তখন বাংলাদেশের সংগ্রহ ৫৬১ রান, আর লিড দাঁড়ায় ৩৭৫ রান।

এর আগে, দিনের শুরু থেকেই দ্রুত রান তোলা শুরু করেন লিটন দাস। ৬৬ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা মেরে তিনি তোলেন ৬০ রান। লাঞ্চের সময় শান্ত ছিলেন অপরাজিত ৬১ রানে। লিটনের সঙ্গে তাঁর জুটি দ্রুতগতিতে রান বাড়াতে থাকে। দুজন মিলেই আইরিশ বোলারদের বেশ বেগ দিচ্ছিলেন। সবারই মনে হচ্ছিল, দুজনই সেঞ্চুরির দিকে এগোচ্ছেন। কিন্তু হঠাৎ করেই ৬০ রানে আউট হয়ে যান লিটন। এতে ১০৭ বলের ৯৮ রানের একটি দারুণ জুটির অবসান হয়।

শান্ত কিন্তু তাঁর ৮ম টেস্ট সেঞ্চুরি পূরণ করতে কোন ভুলই করেননি। সেঞ্চুরি করেই আউট হলেও, তাঁর এই ইনিংস বাংলাদেশকে ম্যাচে একচেটিয়া প্রাধান্য এনে দিয়েছে। দলীয় স্কোরবোর্ড এখন খুবই শক্ত অবস্থানে।

 

news