এ‌শিয়ান কাপ বাছাইপর্বের  অ্যাওয়ে ম্যাচ খেলতে ভারতীয় ফুটবল দল শ‌নিবার রা‌তে ঢাকায় এসে পৌঁছেছে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে রোববার ১৬ নভেম্বর তারা প্রথম অনুশীলন করবে।

১৮ নভেম্বর স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোববার ভারতের প্রথম অনুশীলনটি হবে ক্লোজড ডোরে , অর্থাৎ সেখানে কোনো দর্শক বা গণমাধ্যমের প্রবেশাধিকার থাকবে না।

বাংলাদেশ দলের মূল শক্তি হিসেবে দেখা হচ্ছে হামজা ও সামিতকে। অন্যদিকে, ভারত এবার প্রথমবারের মতো একজন প্রবাসী ফুটবলারকে  খেলাতে চাইছে। এই কারণেই অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রায়ান উইলিয়ামসকেঢাকায় নিয়ে এসেছেন তারা।

তবে এখনো পর্যন্ত তার অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তি পত্র  এবং ফিফার চূড়ান্ত ক্লিয়ারেন্স এসে পৌঁছায়নি।

ম্যাচের ঠিক আগের দিন এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলে, রায়ান উইলিয়ামস ১৮ নভেম্বর মাঠে নামতে পারবেন না।

এদিকে, বাংলা‌দে‌শের প্রতি‌টি খে‌লোয়াড় ফিট র‌য়ে‌ছেন এবং ভার‌তের বিরু‌দ্ধে লড়াই‌য়ের জন‌্য প্রস্তুত তারা।

 

news